বিনোদন

মুহূর্তে মুহূর্তে আতঙ্ক কাজ করছে - অপর্ণা ঘোষ

স্টাফ রিপোর্টার

১৫ জুলাই ২০২০, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

স্ব অভিনয়শৈলীতে বেশ আগেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। দীর্ঘদিন ধরেই মিডিয়ায় সম্পৃক্ত। বিজ্ঞাপন ও টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও রয়েছে তার বিচরণ। ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কিন্তু ঠিক এ মুহূর্তে ক্যামেরার সামনে খুব কমই দাঁড়াচ্ছেন অপর্ণা। আগের মতো শুটিং স্পটে ছুটে বেড়ান না। কারণ একটাই। করোনার ভয়। গত মার্চ মাস থেকে যখন দেশে করোনার সংক্রমণ শুরু হয় তখনই ঘরে অবস্থান নেন। গত মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হলেও কাজে খুব একটা নামেননি তিনি। তবে গত মঙ্গলবার থেকে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। করোনা ভাইরাস সংক্রমণের নিয়ে তৈরি হওয়া গল্পটি নির্মাণ করছেন রেদওয়ান রনি। অপর্ণা জানান, বেশ ঝুঁকির মধ্যেই কাজ শুরু করেছেন। গল্পটি তার কাছে ভালো অভিনয় করছেন। তিনি বলেন, মার্চ মাস থেকেই কাজ করছি না। শুটিং তো বন্ধই ছিল। জুনে শুরু হলেও সেভাবে কাজ করিনি। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প বেশ ভালো বলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। করোনা ভাইরাস কেন্দ্রিক গল্প। আশা করছি তথ্যবহুল চলচ্চিত্রটি দর্শকের ভালো লাগবে। শুটিং স্পটে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে জানতে চাইলে অপর্ণা বলেন, স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছেই না। বরং অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে। এ অবস্থায় প্রতি মুহূর্তে মুহূর্তে আতঙ্ক কাজ করছে। বিশেষ করে ইনডোর শুটিংয়ে বেশি ভয়। পূবাইলের দিকে শুটিং হলে তো কিছুটা কম ঝুঁকি। ওখানে খোলামেলা পরিবেশে দূরে দূরে থাকা যায়। কিন্তু ঢাকার ভেতর শুটিং হাউজগুলোতে একসঙ্গে অনেক মানুষ। তারপরও এর মধ্যে যতটা পারা যায় নিরাপদে থেকে কাজ করতে হচ্ছে। ঈদকে ঘিরে কি ব্যস্ততা জানতে চাইলে অপর্ণা বলেন, এখনও সেভাবে কোনো নাটকে কাজ করছি না। সাগর জাহানের সাত পর্বের একটি ধারাবাহিকে অভিনয়ের কথা রয়েছে।
টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও সরব অপর্ণা। সবশেষ ফখরুল আরেফিন খানের পরিচালনায় ‘গণ্ডি’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান। বর্তমানে হোসনে মোবারক রুমির পরিচালনায় ‘অন্ত্যোষ্টিক্রিয়া’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অপর্ণা অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। এরপর ‘মৃত্তিকা মায়া’, 'মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘দর্পণ বিসর্জন’ ও ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৩ ‘মৃত্তিকা মায়া’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status