অনলাইন

পাপুলকাণ্ডে ফেঁসে গেছেন কুয়েতের দুই এমপি!

অনলাইন ডেস্ক

১৩ জুলাই ২০২০, সোমবার, ৯:৪০ পূর্বাহ্ন

কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের অপকর্মের সহযোগী হিসাবে দেশটির পার্লামেন্টের সিটিং দুই এমপি সাদুন হাম্মাদ আল-ওতাইবি ও সালাহ আবদুলরেদা খুরশিদ ফেঁসে গেছেন! তারা পাপুলের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়েছেন মর্মে আগেই খবর বেরিয়েছে। কুয়েতের আরবী দৈনিক আল-কাবাস সোমবার জানিয়েছে, ওই দুই এমপিকে আইনের আওতায় আনতে অর্থাৎ গ্রেফতারে দায়মুক্তির শর্ত শিথিল করতে কুয়েতের জাতীয় পরিষদের কাছে আবেদন জানিয়েছে পাবলিক প্রসিকিউশন। ওই আবেদনের প্রেক্ষিতে বিষয়টি স্পিকারের নেতৃত্বাধীন জাতীয় পরিষদের এ সংক্রান্ত কমিটির বৈঠকের এজেন্ডাভুক্ত হয়েছে। মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আভাস মিলেছে।
কুয়েতি সংবাদ মাধ্যমে আগেই খবর বেরিয়েছে, বাঙালি ডেপুটি পাপুলের কাছ থেকে মোটা অংকের ঘুষ গ্রহণের (মৌখিক) অভিযোগ ওঠার পরই বর্তমান সংসদের দুই এমপি স্বপ্রণোদিত হয়ে পার্লামেন্ট অধিবেশনে হাজির হন এবং নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তখনও কোনো সংবাদ মাধ্যম তাদের নাম বা ছবি প্রকাশ হয়নি। জুন মাসে তারা পার্লামেন্ট অধিবেশনে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিলেও আজই প্রথম তাদের নাম ও ছবি প্রকাশ করলো আবরী দৈনিক আল-কাবাস এবং অন্যরা। ধারণা করা হচ্ছে, জাতীয় পরিষদের গ্রীণ সিগন্যাল পেলেই অভিযুক্ত এমপি ওতাইবি ও খুরশিদকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য পাপুলকাণ্ডকে মানবপাচার বিষয়ক কুয়েতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ঘটনা হিসাবে রেকর্ডভুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় দেশটির বর্তমান দুই এমপি, সাবেক এক এমপি, এক জেনারেল, এক আন্ডার সেক্রেটারিসহ অন্তত ৩৩ জনের নাম এসেছে। তাদের মধ্যে মেজর জেনারেল মাজান আল জারাহসহ অন্তত ৮ জন সিআইডির কাস্টোডিতে রয়েছেন। বাকীরা আছেন প্রসিকিউশনের নজরদারিতে। বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালামও এ ঘটনায় ফেঁসে যেতে পারেন মর্মে বিদেশি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কুয়েতের উপ-প্রধানমন্ত্রী টুইট বার্তায় এবং উত্তপ্ত পার্লামেন্টকে ঠান্ডা করতে দেয়া বিবৃতিতে বলেছেন, ওই ঘটনায় যাদের নাম আসবে, তার পরিচয়, পদবি যাই হোক তাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কাউকে একচুলও ছাড় দেয়া হবে না।

দুই কুয়েতি এমপিকে ১৬ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন পাপুল

কুয়েতে মানবপাচার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য পাপুলের স্বীকারোক্তির সূত্র ধরে বিস্ময়কর সব ঘটনা বা তথ্য প্রকাশ হচ্ছে। অর্থ ও মানবপাচারের সহযোগিতার জন্য কুয়েতের জাতীয় পরিষদের দুই সংসদ সদস্যকে মোটা অংকের অর্থ ঘুষ দেয়ার কথা আগেই কবুল করেছেন শহিদুল ইসলাম পাপুল এমপি। এবার প্রসিকিউশনের বরাতে সোমবার কুয়েতি সংবাদমাধ্যম জানালো ওই এমপিদ্বয় (সাদুন হাম্মাদ আল-ওতাইবি ও সালাহ আবদুলরেদা খুরশিদ) পাপুলের কুকর্মে সহযোগিতা দেয়ার বিনিময়ে কত টাকা নিয়েছেন?
রিপোর্ট মতে, মোট ৫ লাখ ৭০ হাজার কুয়েতি দিনার বা ১৫  কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা উৎকোচ নেন তারা। ইংরেজি দৈনিক আরব টাইমস জানিয়েছেন, জাতীয় পরিষদের কাছে দুই এমপির দায়মুক্তির বিধান উঠিয়ে নেয়ার আবেদনে এ তথ্য জানিয়েছে পাবলিক প্রসিকিউশন। আবেদনে বলা হয়েছে,  আর্থিক লেনদেন এবং বাণিজ্যিক কাজে সহযোগিতার জন্য  সাদুন হাম্মাদকে ২ লাখ কুয়েতি দিনার পাপুল দেন বলে প্রমাণ মিলেছে। সরকারি  কৌঁসুলিরা বলছেন, এক সিরীয় নাগরিকের মধস্থতায় ’তাকারীর মাধ্যমে সাদুন হাম্মামের দক্ষিণ সুরার বাসায় নগদে ৫০ হাজার দিনার  পৌঁছে  দেয়া হয়। বাকি  দেড় লাখ দিনার  দেয়া হয়  চেকের মাধ্যমে। আরবি দৈনিক আল-কাবাসের খবরে বলা হয়, এমপি সালাহ খুরশিদকে  দেয়া হয় ৩ লাখ ৭০ হাজার কুয়েতি দিনার। তার বাসায় কয়েক কিস্তিতে ওই অর্থ  পৌঁছে  দেয়া হয়। বাংলাদেশ থেকে অবৈধভাবে কর্মী আনার  ক্ষেত্রে সহযোগিতার করার  ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ওই অর্থ  দেয়া হয়েছিল জানিয়েছে পাবলিক প্রসিকিউশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status