দেশ বিদেশ

জলবায়ু পরিবর্তন, জার্মান পরিবেশমন্ত্রী'র সঙ্গে ভিডিও কনফারেন্স অংশ নিলো বাংলাদেশী তরুণ

অনলাইন ডেস্ক

১৩ জুলাই ২০২০, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

'জলবায়ু পরিবর্তন ' শীর্ষক এক ভিডিও কনফারেন্স আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। আজ বাংলাদেশ সময় আজ   দুপুর ১ টা ৫০ মিনিটে এই ভিডিও কনফারেন্স প্রধান অতিথি ছিলেন জার্মান পরিবেশমন্ত্রী ' সোভেঞ্জ শুলজে '। এতে অংশগ্রহণ করেন ক্লাইমেট চ্যাঞ্জ নিয়ে কাজ করা ইউরোপীয় দেশগুলোর পরিবেশকর্মী, জলবায়ু নিয়ে অধ্যায়নরত ইউরোপীয় শিক্ষার্থী, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সংসদ সদস্য সহ বিশ্বের আলোচিত শিশু অধিকারকর্মীরা।

জলবায়ু পরিবর্তন নিয়ে আগামী ৩০ বছর কি কি পরিকল্পনা করা যেতে পারে এই আয়োজনে  তরুন প্রজন্ম তুলে ধরে জার্মান পরিবেশমন্ত্রী'র কাছে।বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলী।

আরিফ তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন কারণে  প্রতি বছর বন্যা, ভুমিকম্প,বজ্রপাতে মৃত্যু বিষয়গুলো তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নকে এই ব্যাপারে কাজ করতে  গরীব দেশগুলোকে সহায়তা দিতে আহবান জানান। পাশাপাশি বাংলাদেশে  বন্যায় এইবারও ক্ষয়ক্ষতি বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান পরিবেশ মন্ত্রী কাছে তুলে ধরে সহায়তা চান।

জার্মান মন্ত্রী বিষয়টি ফেডারেল রিপাবলিক অব জার্মানী পার্লামেন্ট ও  ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট তুলে ধরে গরীব দেশগুলোকে সহায়তা আশ্বাস দেন। সঞ্চালনা করেন ' আগাইটা মিইজনার'।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status