শেষের পাতা

২৯ লাখ টাকা জরিমানা

আবারো নকল ওষুধ মিললো লাজফার্মায়

স্টাফ রিপোর্টার

১৪ জুলাই ২০২০, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

পাঁচ দিনের মাথায় আবারো অনুমোদনহীন ও ভেজাল ওষুধ রাখার দায়ে লাজফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। রাজধানীর কাকরাইলের লাজফার্মায় র‌্যাবের অভিযানে ৭৬ প্রকারের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। সাড়ে ৪ ঘণ্টা অভিযান চালানো হয় লাজফার্মার ওই শাখায়। গতকাল বিকাল ৩টা থেকে এই অভিযান শুরু হয়। এর নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। ৭৬ প্রকারের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ পাওয়া যায় লাজফার্মায়। অভিযান চলাকালীন পলাশ বসু জানান, লাজফার্মায় অনেক প্রকারের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ পাওয়া গেছে। যার বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এ বিষয়ে মানবজমিনকে বলেন, লাজফার্মায় ৭৬ প্রকারের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ পাওয়া গেছে। ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যা নগদে আদায় করা হয়েছে। র?্যাব এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে চলতি মাসের ৯ই জুলাই উত্তরায় লাজফার্মার এক নম্বর শাখাকে অনুমোদনহীন ও ভেজাল ওষুধ রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status