বিশ্বজমিন

করোনা: একবার লিফটে উঠে ৭১ জনকে আক্রান্ত করলেন নারী

মানবজমিন ডেস্ক

১৩ জুলাই ২০২০, সোমবার, ৮:১৬ পূর্বাহ্ন

একবার লিফটে উঠে অনিচ্ছাকৃতভাবে ৭১ জনকে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত করেছেন এক চীনা নারী। এমনটাই বিশ্বাস করছেন চীনের হেইলংজিয়াং প্রদেশের গবেষকরা। এ ঘটনা গত মার্চ মাসের। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।

খবরে বলা হয়, ওই নারী গত ১৯শে মার্চ যুক্তরাষ্ট্রে সফর শেষে চীনের হেইলংজিয়াং প্রদেশে, তার বাড়িতে ফেরত গেছেন। সেখানে গিয়ে একবার লিফটে উঠে ৭১ জনকে সংক্রমিত করেছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তিনি সেখানে যাওয়ার আগে আটদিন ধরে তার এলাকায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। চাইনিজ সেন্টার ফর ডিজিস কনট্রোল অ্যান্ড প্রিভেনশন- এর গবেষকরা জানান, তার মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার কোনো লক্ষণও দেখা যায়নি। এমনকি প্রাথমিক পর্যায়ে তার করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছিল। এসব সত্ত্বেও নিজবাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি।

গবেষকরা জানান, ওই নারী অন্যকারোর সঙ্গে লিফটে উঠেননি, একাই ছিলেন। তবে তিনি লিফটটি ব্যবহারের পর তার নিচতলায় প্রতিবেশি লিফটটি ব্যবহার করেন। পরবর্তীতে ওই প্রতিবেশির ফ্ল্যাটে যান তার মা ও প্রেমিক। তারা পরবর্তীতে একটি পার্টিতে যোগ দেন। ২রা এপ্রিল ওই পার্টিতে অংশ নেয়া এক ব্যক্তির স্ট্রোক হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ততদিনে কিভাবে ভাইরাসটি তার কাছে পৌঁছেছে সে বিষয় জানা কঠিন হয়ে পড়ে।

পরবর্তীতে তদন্তকারীরা ওই নারীর সম্পর্কে জানতে পারলে ফের তার করোনা পরীক্ষা করা হয়। এতে তার মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়। যার মানে, তিনি ইতিপূর্বে আক্রান্ত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status