বাংলারজমিন

আড়াইহাজারে চালক ও হেলপারকে কুপিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১২ জুলাই ২০২০, রবিবার, ৮:১৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে কুপিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছে দুস্কৃতিকারীরা। আহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন পালাহা এলাকার শুক্কুর আলী মিয়ার ছেলে চালক কানিছ (৩৮) ও কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানাধীন আব্দুল কাসেমের ছেলে হেলপার হাকিম (১৮)। স্থানীয়রা রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। গতকাল সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার আবদুল্লাহ আল কামাল এতথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আড়াইহাজার পৌরসভাধীন স্থানীয় বড়দিঘিরপাড় নামক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে আটক করতে পারেনি। প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি চলন্ত কাভার্ডভ্যানের ভিতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। এক পর্যায়ে ঢাকা মেট্রো-অ-১১-৪৪৫৫ নাম্বারের গাড়িটি বড় দিঘিরপাড় নামক এলাকায় একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে অলিম্পিক কোম্পানির ট্রান্সপোর্ট ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে গাড়িটি রূপগঞ্জের ভূলতা থেকে এশিয়ান হাইওয়ে দিয়ে সোনার গাঁওয়ের বস্তল কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ৪ থেকে ৫ জন ব্যক্তি গতিরোধ করে গাড়িতে উঠে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তিনি আরো বলেন, দুস্কৃতিকারীরা চালকের চোখ বেঁধে গাড়ি নিয়ে আড়াইহাজার হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। এ সময় চালক ও হেলপারকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আপাতত একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status