বাংলারজমিন

করোনায় বেকার নারীর আত্মহনন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

১২ জুলাই ২০২০, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাহিমালী গ্রামের জেনি বেবী কস্তা (৩৮) নামে একজন খৃস্টান নারী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে ওই নারীর মৃতদেহ ময়না তদন্ত করা হয়েছে। এর আগে শনিবার  বিকেলে নিজ বাড়ির শোবার ঘরের দরজা ভেঙ্গে পুলিশ ওই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। সে ওই গ্রামে মৃত আব্রাহাম কস্তার মেয়ে। ওই নারীর নিকটাত্মীয়রা জানান, গত ১৬ বছর আগে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে জেনি বেবী কস্তা আর বিয়ে করেনি। সে ঢাকায় একটি বিদেশী হাউজে ’হাউজ কেয়ার গিভার’ পদে চাকরি করতো। করোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাসে ওই হাউজের সকল সদস্য নিজ দেশ আমেরিকায় চলে গেলে সে কর্মহীন হয়ে পড়ে। এরপর পিতৃ-মাতৃহীন জেনি বেবী কস্তা গ্রামের বাড়িতে এসে ছোট ভাই বিলাস কস্তার কাছে আশ্রয় নেয়। দীর্ঘদিন বাড়িতে অবস্থান করায় ভাই, দাদা, বৌদি ও ভাতিজারা তার সাথে খারাপ আচরণ করতো। গত মাসে পারিবারিক কলহের জের ধরে দাদা রঞ্জন কস্তার ছেলে তরুণ কস্তা জেনি বেবীকে মারধর করে রক্তাক্ত আহত করে। চাকরি হারিয়ে দীর্ঘদিন বেকার থাকা ও ভাই-দাদা ও বৌদির কাছ থেকে অবহেলিত হওয়ায় সে মানসিক কষ্টে ভুগছিলো। প্রায় ১ মাস যাবত আত্মহত্যা করবেÑ এমন ইঙ্গিত দিয়ে সে ফেসবুকে নানাবিধ পোস্ট দিয়ে আসছিলো। সর্বশেষ শুক্রবার রাতে ফেসবুকে ২৬টি নিজের ছবি পোস্ট দিয়ে স্ট্যাটাস দেয় ‘আমি মরে গেলে তোরা এগুলো দেখিস’। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, ওড়না দিয়ে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। দীর্ঘবছর একাকিত্ব জীবন-যাপন ও দীর্ঘদিন বাড়িতে বেকার অবস্থান করায় তিনি হতাশায় ভুগছিলেন। তার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অপর একটি ঘটনায় উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কায়েমকোলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে হায়াত আলী (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের সকির প্রামাণিকের ছেলে। বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর সুমন আলী জানান, শনিবার সকালে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status