বাংলারজমিন

করোনা ও উপসর্গে মৃত্যু ৫

১২ জুলাই ২০২০, রবিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

মো. আমিনুল ইসলাম

রাজশাহীতে অতিরিক্ত সচিব
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২২ জুন বগুড়ার টিএমএসএস-এ নমুনা দেন তিনি। পরদিন ২৩ জুন নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। সে সময় তিনি আরডিএ সেন্টারে নিজের বাংলোতে আইসোলেশনে চলে যান। পরে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী ও দুই ছেলে রাজশাহীতে বসবাস করেন। আমিনুল ইসলাম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর  যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।তার জন্ম পাবনার হেমায়েতুপুরে।
কাশিয়ানীতে চিকিৎসক
গোপালগঞ্জ প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিমল কৃষ্ণ ত্রিনাথ (৬০) নামে এক গ্রাম্য ডাক্তার মারা গেছেন। শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মোট ৩২ জন মারা গেলেন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম তালুকদার জানিয়েছেন, গত শনিবার বিমল কৃষ্ণ ত্রিনাথের করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।
গাজীপুরে ১
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খোলারটেকি এলাকায় করোনা শনাক্ত হয়ে ১৪ দিন হোম আইসোলেশনে থাকা অবস্থায় শনিবার ভোরে শামসুল হক (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে জেলার কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা হাসপাতালের কর্মী আব্দুস সাত্তার প্রধানের (৫৫) ঠাণ্ডা, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে গতরাতে মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবীর সরকার জানান, ১৪ দিন আগে উপজেলার খোলারটেকি এলাকার শামসুল হকের দেহে করোনা শনাক্ত হলে তাকে হোম আইসোলেশনে রাখা হয় গতকাল ভোরে তার মৃত্যু হয়েছে ।
ফেনীতে ১
ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর বাসিন্দা করোনার উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মো. আজিজুল হক (৪৭) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর ২ দিন পর শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হলো করোনায় মো. আজিজুল হকের মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার সকালে ঢাকার বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সোনাগাজী পৌরসভার তুলাতলী এলাকার বাসিন্দা মো. আজিজুল হক কুমিল্লা আদর্শ সদর দক্ষিণ উপজেলার সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহতের ভাতিজা মো. রাকিব জানান, গত দুই সপ্তাহ ধরে তার চাচা সমবায় কর্মকর্তা মো. আজিজুল হক জ্বরে ভুগছিলেন। পরে জ্বর বেড়ে যাওয়ায় গত ৬ই জুলাই সোমবার তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে ঢাকার বাসায় যেয়ে চিকিৎসা নিচ্ছিলেন। দু’দিন পর বুধবার সকালে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে বারডেম হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তাৎক্ষণিক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।
কালিহাতীতে উপসর্গে বৃদ্ধ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী হাসপাতালে নেয়ার সময় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অমল শীল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এরপর লাশ রাস্তায় ফেলে চলে যায় বহনকারী অটো রিকশার চালক। প্রথমে সৎকারে কেউ এগিয়ে আসেনি। পরে প্রশাসনের সহযোগিতায় বিকালে তার দাহ সম্পন্ন হয়। গত শুক্রবার কালিহাতী পৌরসভার উত্তর চামুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ১০ দিন যাবত অমল শীল ঠাণ্ডা-জ্বরে ভুগছিলেন। শুক্রবার সকালে অটোরিকশা যোগে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। অটো চালক রাস্তার পাশে ফেলে গেলে স্ত্রী ছাড়া কেউ প্রথমে লাশের কাছে আসে নাই। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। মৃত অমল শীলের স্ত্রী পবন রানী শীল বলেন, আমার স্বামীকে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তিও করেছিলাম। বাড়িতে নিয়ে আসার পর ঠাণ্ডা-জ্বর ও কাশিতে সকালে মারা গেছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বলেন, যখন জানতে পারলাম করোনার ভয়ে গ্রামের কেউ সৎকারে এগিয়ে আসছে না, তখন পুলিশ প্রশাসনের সহযোগিতায় লাশ সৎকারের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, অমল শীল করোনায় মারা গেছেন এই ভয়ে আত্মীয় স্বজনরা কেউ সৎকারে এগিয়ে আসছে না, এমন খবর পাওয়া মাত্রই এসআই হেলাল মাহমুদকে সেখানে পাঠাই।
পরে স্থানীয় লোকজন এবং ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কমিটির সহযোগিতায় লাশ দাহ করা হয়।
করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন সংক্রান্ত ইসলামী ফাউন্ডেশনের কালিহাতী কমিটির লিডার মওলানা মোহাম্মদ আবু হানিফ বলেন, লাশ দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিল। পুলিশ ও আমরা সেখানে উপস্থিত হই। পরে স্থানীয় হিন্দু লোকজন এগিয়ে আসে। তারপর শ্মশানঘাটে লাশ দাহ করার ব্যবস্থা  করি।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, মৃত ব্যক্তির করোনা হয়েছিল কি না সেই পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status