করোনা আপডেট

কুমিল্লায় আক্রান্ত আরও ৮৬: মৃত্যু ২

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১১ জুলাই ২০২০, শনিবার, ১০:৩০ পূর্বাহ্ন

কুমিল্লা জেলায় ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২ জনের । জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৩১০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১২১ জন। সুস্থ হয়েছেন ২,২১৭ জন। এখনো হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন ২,০৯৩ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার কুমিল্লা জেলায় ২৮৪টি নমুনা রিপোর্ট আসে। তাদের মধ্যে ৮৬ জন করোনা আক্রান্ত।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ৩১ জন, চৌদ্দগ্রাম ১১ জন, লাকসাম ১০ জন, বরুড়া ৮ জন, নাঙ্গলকোট ৬ জন, ব্রাহ্মণপাড়া ৬ জন, লালমাই ৬ জন, আদর্শ সদর ৫ জন ও হোমনা উপজেলায় ৩ জন। নতুন ৮৬ জনসহ আক্রান্তের সংখ্যা ৪,৩১০ জন।
জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন। তাদের মধ্যে আদর্শ সদর ১ জন ও চৌদ্দগ্রাম উপজেলায় ১ জন। নতুন করে ২ জনসহ মৃতের সংখ্যা দাঁড়ালো ১২১ জন।
গত কয়েকদিনে কুমিল্লায় বিপুল সংখ্যক করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ সুস্থ হননি। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,২১৭ জন। হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ২,০৯৩ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিজের ও পরিবারের সুরক্ষায় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status