বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় এবি পার্টির মতবিনিময় হয়নি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১০ জুলাই ২০২০, শুক্রবার, ৫:১০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধার কারণে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা হয়নি। শহরের মসজিদ রোডের একটি হোটেলে শুক্রবার সকালে সংগঠনের জেলা শাখা এই আয়োজন করেছিলো। তার আগে হোটেলে পুলিশ অবস্থান নিয়ে বাধার সৃষ্টি করে। হোটেল মালিককে ভেন্যুতে তালা দিতে বলা হয়। নিমন্ত্রণপত্রে ভেন্যু হিসেবে উল্লেখ করা হোটেলও পুলিশের বাধার কারণে ব্যবহার করতে পারেননি আয়োজকরা। পরে তারা একই রোডে অন্য হোটেলে যান। সেখানে পুলিশের বাধার মধ্যে কয়েক মিনিট বক্তৃতা করেন এবি পার্টির আহবায়ক সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান এ এফ এম সোলেমান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। তারা বলেন, আমরা রাজনৈতিক সভা-সমাবেশ করার জন্য এখানে আসিনি। করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এসেছি। এটি আমাদের জন্য বিরাট বিপদ। আমাদের সবাইকে সম্মিলিতভাবে তা মোকাবেলা করতে হবে। আমরা বলেছিলাম, জাতীয় ঐক্য দরকার। কিন্তু দুর্ভাগ্য তা সৃষ্টি করতে পারছি না। আরো দুর্বিষহ পরিস্থিতি সামনে আসছে। এসময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা মো. নাজমুল হুদা অপু ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়কারী মো. ইব্রাহিম খান সাদাত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status