খেলা

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত

কোয়ার্টারে রোনালদো-রামোসদের দ্বৈরথ দেখা যাবে?

স্পোর্টস ডেস্ক

১০ জুলাই ২০২০, শুক্রবার, ৫:০৯ পূর্বাহ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর সবগুলো খেলা এখনো শেষ হয়নি। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটির মতো দলগুলোর সেকেন্ড লেগ বাকি। তবে কোয়ার্টার ফাইনালে উঠলে কোন দলের বিপক্ষে লড়তে হবে সেটি জেনে গেছে তারা।

আজ অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটের ড্র। ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা নেইমারের  প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালির ক্লাব আতালান্তাকে। আর বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে।

নাপোলির মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল লিওনেল মেসির বার্সেলোনা। তারা যদি নিজেদের মাঠে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারে তবে প্রতিপক্ষ হিসেবে পাবে চেলসি অথবা বায়ার্ন মিউনিখকে। এক্ষেত্রে বায়ার্নকে পাবার সম্ভাবনাই বেশি। কারণ চেলসির মাঠে ৩-০ গোলের জয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস প্রথম লেগে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওর মাঠে হেরেছে ১-০ গোলে। ফিরতি লেগে ভাগ্য বদলাতে পারলে তারা খেলবে ম্যানচেস্টার সিটি অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সাবেক ক্লাবের বিপক্ষে রোনালদোর ম্যাচ, চমৎকারই হবে। কিন্তু রিয়াল প্রথম লেগে ম্যান সিটির কাছে ২-১ গোলে হেরে পিছিয়ে পড়েছে । ফিরতি লেগটা আবার তাদের খেলতে হবে ম্যান সিটির মাঠে। শেষ অবধি কারা যাচ্ছে কোয়ার্টার ফাইনালে তা জানা যাবে আগামী মাসে। ৮ই আগস্ট শেষ ষোলোর ফিরতি লেগ খেলতে নামবেন মেসি-রোনালদোরা।

সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

কোয়ার্টার ফাইনাল বাধা টপকাতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো। অন্যদিকে পিএসজি জিতলে তাদের প্রতিপক্ষ হাতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা লাইপজিগ। অর্থাৎ পিএসজির ফাইনাল খেলার রাস্তাটা তুলনামুলক সহজ। নেইমাররা কি পারবেন সুযোগটা লুফে নিতে?

কোয়ার্টার ফাইনাল ড্র

পিএসজি বনাম আতালান্তা

অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম আরবি লাইপজিগ

রিয়াল/ম্যান সিটি বনাম জুভেন্টাস/লিঁও

বার্সেলোনা/নাপোলি বনাম চেলসি/বায়ার্ন মিউনিখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status