অনলাইন

কুমিল্লা মেডিকেলে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১০:১৬ পূর্বাহ্ন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত  ও উপসর্গে আজ আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ছয়জন এবং মেডিকেলের করোনা ইউনিটে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চার নারীসহ ৯ জন মৃত্যু হয়েছে । তাদের মধ্যে রেহানা বেগম ও চয়ন কুমার নামে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় । রেহানা বেগম (৬২) বুড়িচং উপজেলার আমির হোসেনের স্ত্রী এবং চয়ন কুমার  চৌদ্দগ্রাম উপজেলার শচীন চন্দ্র পালের ছেলে।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়, কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮),  চান্দিনা উপজেলার আবদুল্লাহর মেয়ে ফিরোজা বেগম (৬০), চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫) ও চাঁদপুর মতলব উপজেলার নিকিল সরকারের ছেলে নারায়ণ সরকার (৪০)।
ডা. সাজেদা খাতুন জানান, এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ১৮৪ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত নিয়ে ৬৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১১২ জন মৃত্যু হয় ।
এদিকে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১২৪ জন। করোনা আক্রান্ত হয়ে  মৃত্যু হয়েছে ১১২জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status