বাংলারজমিন

চাঁদপুরে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

৬ জুলাই ২০২০, সোমবার, ১০:৩৯ পূর্বাহ্ন

চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শহরের রহমতপুর কলোনীর বাসিন্দা ফাতেমা বেগম (৭০) ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ফরাজি বাড়ির শাহ আলম ফরাজী (৫৫) করোনার উপসর্গ নিয়ে মারা যান।
অপরদিকে, গত ২৪ ঘন্টায় চাঁদপুরে আরো ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরের ৩ জন, মতলব দক্ষিণের ৩ জন, হাজীগঞ্জের ১ জন, শাহরাস্তির ১ জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪৩। মৃত মোট ৬২ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১০৪৩ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : সদরে ৪১৭ জন, মতলব দক্ষিণে ১১৬ জন, ফরিদগঞ্জে ১১০ জন, শাহরাস্তিতে ১০৫ জন, হাজীগঞ্জে ১০২ জন, হাইমচরে ৭৭ জন, মতলব উত্তরে ৭০ জন ও কচুয়ায় ৪৬ জন।
জেলায় মোট ৬২ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : সদরে ১৮ জন, হাজীগঞ্জে ১৬ জন, মতলব উত্তরে ৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status