বাংলারজমিন

উখিয়ায় সাড়ে তিন হাজার কেজি ত্রাণের চালসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে

৫ জুলাই ২০২০, রবিবার, ১১:১৭ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার ৫’শ কেজি সরকারী ত্রাণের চাল ও ৯৯টি চটের খালি বস্তা সহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৫ । আজ রবিবার সকাল ১১টার সময় র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন হলদিয়া পালং উনিয়নের বাসিন্দা সোনালীর পুত্র মোঃ এহছান (৩১), মৃত সৈয়দ আহমদের পুত্র আবুল কালাম (৩২) এবং মৃত মকবুল আহমদের পুত্র আবুল কালাম (৫০)।

শনিবার (৪ জুলাই) ৬ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু কতিপয় লোক উখিয়া থানাধীন মরিচ্যা বাজার হলুদিয়া রোডস্থ মরিচ্যা পোস্ট অফিস সংলগ্ন আল্লাহর দান ও মোঃ এহছান স্টোরের গুদাম ঘরে সরকারী ত্রাণের চাল মজুদ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে দেখতে পায় তিন জন লোক সরকারী খাদ্য অধিদপ্তরের সীল-মোহর সহ ত্রাণের চাল চটের বস্তা থেকে প্লাস্টিকের সাদা বস্তায় পরির্বতন করছে।প্রতিটি চটের বস্তার গায়ের উপড় খাদ্য অধিদপ্তরের “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ লেখা ছিল।পরে র‍্যাব সদস্যরা পুরু গুদাম ঘর তল্লাশী করে ৩ হাজার ৫’শ কেজি সরকারী ত্রাণের চাল ও ৯৯ টি সরকারী চটের বস্তা সহ ৩ জন ব্যক্তিকে আটক করে।উদ্ধারকৃত সরকারী চাল ও খালি চটের মূল্য ১ লক্ষ ২২ হাজার ৫’শ টাকা। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে উদ্ধারকৃত মালামাল সহ ধৃত আসামীদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status