প্রথম পাতা

বিশ্বে ১ দিনে সর্বোচ্চ সংক্রমণ

মানবজমিন ডেস্ক

৬ জুলাই ২০২০, সোমবার, ৮:৫১ পূর্বাহ্ন

মহামারি শুরুর পর থেকে এযাবৎকালের মধ্যে একদিন বা ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বে রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই সংখ্যা কমপক্ষে ২ লাখ ১২ হাজার ৩২৬
। সংক্রমণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া ৪ঠা জুলাইয়ের সিচুয়েশন রিপোর্ট-১৬৬তে এসব তথ্য দেয়া হয়েছে। এর আগে একদিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনায় আক্রান্তের নতুন রেকর্ড নির্ধারণ করেছিল এক লাখ ৮৯ হাজার ৭৭। ওদিকে জন্স হপকিন্স ইউনিভার্সিটির হিসাবমতে, বিশ্বো মোট করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক কোটি ১২ লাখ ৩০ হাজার মানুষ। এ সময়ে মারা গেছেন কমপক্ষে ৫ লাখ ৩০ হাজার মানুষ। এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে আরোপিত লকডাউন বা কারফিউ তুলে নেয়া হয়েছে। ফলে বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন। তারা বলেছেন, এর ফলে দ্বিতীয় দফায় সংক্রমণ আরো ভয়াবহ হতে পারে। যুক্তরাষ্ট্রেও লকডাউন শিথিল করা হয়েছে। সেখানে শনিবার একদিনে কমপক্ষে ৬৬১ জন মারা গেছেন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ৭১৮ জন। শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৮৯ হাজার ৬৭৮ জন। মারা গেছেন কমপক্ষে এক লাখ ২৯ হাজার ৩০৫ জন। এ তথ্য যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি)। তাদের রিপোর্টে এর আগে একদিনে সংক্রমিত হয়েলিেন ৫২ হাজার ৪৯২ জন। মারা গেছেন ৭৪৯ জন। সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে কমপক্ষে ১৪ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়ার পর তা ক্রমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। ভেঙে পড়েছে অর্থনীতি। কোটি কোটি মানুষ নতুন করে দারিদ্র্যে নিপতিত হচ্ছেন। চাকরি হারিয়ে হাহাকার করছেন অসংখ্য মানুষ। তার মাঝে লাশের মিছিল থামছেই না। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনো একইভাবে থাবা বসিয়ে যাচ্ছে করোনাভাইরাস। লকডাউন বা কারফিউ শিথিল করার ফলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। আমিরাতে এ সংখ্যা ৫০ হাজার। ওদিকে দক্ষিণ আফ্রিকায় একদিনে প্রথমবারের মতো কমপক্ষে ১০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৯৭৭ ছাড়িয়ে গেছে। মারা গেছেন কমপক্ষে তিন হাজার। ইরানেও একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় মারা গেছেন। সরকারি হিসাবে এ সংখ্যা ১৬৩। ফেব্রুয়ারিতে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়ার পর এটাই সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

ইন্দোনেশিয়ায়ও একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেছেন করোনায়। এই সংখ্যা ৮২। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আছমাদ ইউরিয়ান্তো বলেছেন, সব মিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭১। সেখানে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৭৪৯ জন। ওদিকে মিশরের বিখ্যাত অভিনেতা রাগা আল গেডওয়ে করোনা আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সে মারা গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status