এক্সক্লুসিভ

করোনা নিয়ে ৮টি অপারেশন

ডা. সফর আলীকে নিয়ে আতঙ্কে দৌলতপুরবাসী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

৫ জুলাই ২০২০, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

ডা. সফর আলীকে নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরবাসী চরম আতঙ্কে রয়েছেন। শরীরে করোনা পজেটিভ নিয়ে দিনভর দৌলতপুর উপজেলার বিভিন্ন ক্লিনিকে অপারেশন করার কারণে এ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সকলে আতঙ্কে রয়েছেন। ডা. সফর আলী গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত থাকলেও দৌলতপুরে বিভিন্ন ক্লিনিকের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। করোনা পজিটিভ নিয়ে বৃহস্পতিবার দিনভর দৌলতপুর উপজেলার বিভিন্ন ক্লিনিকে ৮টি সিজার অপারেশন করেছেন। তার অপারেশনের মাধ্যমে ৮টি প্রসূতি ও সন্তানসহ ওই সব পরিবারের সকলে ডা. সফর আলীর সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় সকলেই করোনা আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছেন।
শামীম নামে এক ভুক্তভোগী জানান, ডা. সফর আলী শরীরে করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার দিনভর দৌলতপুরের বিভিন্ন ক্লিনিকে অপারেশন করেছেন। এর ফলে ডা. সফর আলীর মাধ্যমে দৌলতপুরে সর্বত্র করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজন নামে অপর এক ব্যক্তি জানান, ডা. সফর আলী বৃহস্পতিবার দৌলতপুর হাসপাতাল গেট সংলগ্ন মায়ের হাসি ক্লিনিক, সজীব ক্লিনিক ও শান্তি ক্লিনিকে অপারেশন করেছেন। এছাড়াও ঝাউদিয়া বাজার ও আল্লারদর্গাসহ বিভিন্ন ক্লিনিকে অপারেশন করে করোনা রোগ ছড়িয়েছেন। বিষয়টি প্রশাসনের নজরে আনা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক জানান, ডা. সফর আলী কর্মস্থল ফাঁকি দিয়ে দৌলতপুরে বিভিন্ন ক্লিনিকে অপারেশন করে বেড়ান। করোনায় আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার দৌলতপুরে ৮টি অপারেশন করেছেন। যা দৌলতপুরবাসীর জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়।
এ বিষয়ে ডা. সফর আলী জানান, করোনা পজেটিভ সংবাদ পাওয়ার পর অপারেশন বন্ধ করে দিয়েছি। শরীরে কোনো করোনা উপসর্গ ছিল না। বর্তমানে বাড়িতে লকডাউন অবস্থায় রয়েছি। উল্লেখ্য, বৃহস্পতিবার কুষ্টিয়া পিসিআর ল্যাবে ডা. সফর আলীর শরীরে করোনা শনাক্ত হয়। গোপালগঞ্জ জেলায় কর্মরত থাকলেও অধিকাংশ সময়ই তিনি দৌলতপুরে অবস্থান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status