বাংলারজমিন

পীরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

৫ জুলাই ২০২০, রবিবার, ৭:৩৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তা (বটতলা) থেকে ব্র্যাক পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের এলাকাবাসী। শনিবার সকালে পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ওই সড়কটিতে পশু হাসপাতাল, পল্লী বিদ্যুৎ অফিস, টেলিফোন অফিস, মহিলা কলেজ, ইকো পাঠশালা, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাক অফিস, সেন্টমেথিউজ ইংলিশ মিডিয়াম স্কুল, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সহ অনেক জনগুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। এ ছাড়াও উপজেলার দৌলতপুর, জাবরহাট, বৈরচুনা এবং সেনগাঁও ইউনিয়নের লোকজন উপজেলা সদরে প্রবেশ করার একমাত্র সড়ক এটি। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দ সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী সহ পথচারীদের।
এতে বক্তব্য দেন, এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সিপিবি’র উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, সাবেক পৌর কাউন্সিলর সমশের আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক নূরনবী চঞ্চল, যুবলীগ নেতা দুলাল সরকার, ছন্দু মিয়া প্রমুখ। কর্মসূচিতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ওই সড়ক সংস্কারের দাবিতে এর আগেও সড়কে ধানের চারা রোপণ করা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status