বাংলারজমিন

সিলেটে করোনা রোগী এখন ৫০৪০ জন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৪ জুলাই ২০২০, শনিবার, ৩:১০ পূর্বাহ্ন

সিলেটে ৫ হাজার অতিক্রম করলো করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার সকালে এই সংখ্যা অতিক্রম করে এখন সর্বমোট রোগী ৫০৪০ জন। ২৪ ঘন্টায় রোগী বেড়েছে ৯৩ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় রোগী সংখ্যা বেশি। এ জেলায় আক্রান্ত হয়েছেন ২৭৩৪ জন। এছাড়া- সুনামগঞ্জ ১০৬২ জন, হবিগঞ্জে ৭২২ জন, মৌলভীবাজারে ৫২২ জন আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ জন, সুস্থ ১৬২৫ জন। হাসপাতালে ভর্তি আছেন- ২৩১ জন। সিলেট বিভাগে মোট কোয়ারেন্টিনে রয়েছেন- ৯০১ জন। এর মধ্যে সিলেটে সিলেটে ৩৯২ জন, সুনামগঞ্জে ২২৭ জন, হবিগঞ্জে ৯৬ জন ও মৌলভীবাজারে ১৮৬ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন রয়েছেন ৪৬ জন এবং কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ৭৬ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status