অনলাইন

জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার - যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মিলারের বার্তা

তারিক চয়ন

৪ জুলাই ২০২০, শনিবার, ১:৫৪ পূর্বাহ্ন

আজ ৪ জুলাই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। প্রতিবছর আমেরিকানরা ৪ জুলাই উদযাপন করে। ১৭৭৬ সালের এই দিনে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছিল। যদিও এই বছর ৪ জুলাই উদযাপন অন্য বছরগুলোর থেকে একদমই আলাদা, তবে স্বাধীনতার চেতনার উদযাপন একইরকম আছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বার্তায় বলেনঃ

আজ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের জন্মের ২৪৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে আমেরিকার নাগরিক এবং এখানকার ও পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত শুভাকাঙ্খীদের সাথে মিলিত হয়েছে। এই প্রতিকূল সময়ে আমরা আমেরিকা প্রতিষ্ঠার মূলমন্ত্র পুনর্নিশ্চিত করছি – সকলকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, এবং জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার। আমাদের জীবনে এই আদর্শগুলো এবং ‘এ প্লুরিবাস উনুম’ অর্থাৎ ‘অনেকের ভিতরে এক’ এর প্রতিফলন ঘটাতে অবশ্যই আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।আমাদের বৈচিত্র্য বরাবরই এবং অবশ্যই আমাদের শক্তির উৎস হিসাবে পরিচালিত হয়। শুভ ৪ঠা জুলাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status