বাংলারজমিন

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

৪ জুলাই ২০২০, শনিবার, ৮:০৩ পূর্বাহ্ন

শ্রমিক ছাঁটাই ও নির্যাতনবন্ধসহ ১৪টি দাবিতে গাজীপুরে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে নগরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেয়। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি আকাশ আহমেদ, বাংলাদেশ গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন নেতা আব্দুল জলিল, বাংলাদেশ গার্মেন্ট ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি শহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে: বেআইনিভাবে ছাঁটাই বন্ধ করা, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, বকেয়া মজুরি পরিশোধ করা, লকডাউনে এখানে যে সকল শ্রমিক কর্মচারীদের কাজ করানো সম্ভব হয়নি তাদেরকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক মজুরি প্রদান করা,  শ্রমিক কর্মচারীদের ওপর হামলা মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ করা ইত্যাদি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status