বাংলারজমিন

গরুর শরীরে ‘এলএসডি’ ভাইরাস দুশ্চিন্তায় মালিকরা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

৪ জুলাই ২০২০, শনিবার, ৭:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গরুর শরীরে সংক্রমিত হচ্ছে ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি) নামের ভাইরাস। সম্প্রতি এ ভাইরাসটি সর্বত্র ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন গরুর মালিকরা। সরজমিন শুক্রবার সকালে সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর গ্রামের একাধিক বাড়িতে দেখা যায়, এলএসডি ভাইরাস আক্রান্ত গরু-বাছরগুলো। এ সময় মালিকরা চরম হতাশ হয়ে আক্রান্ত গরু-বাছুরের সেবাযত্ন করছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলার বিভিন্ন এলাকায় এলএসডি ভাইরাসটি ধীরে ধীরে বিস্তার হচ্ছে। ইতিমধ্যে দেশি-বিদেশি জাতের শতশত গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এতে করে কৃষকরা হতাশ হয়ে পড়ছেন। বড় জামালপুর গ্রামের খামারি রুবেল মিয়া, অদু মিয়া ও কদম আলী জানায়, আক্রান্ত গরু সুস্থ করতে চিকিৎসা নেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে লাখ টাকা মূল্যের গরুর প্রাণহানির আশঙ্কায় ভুগতে হচ্ছে। এ রোগের লক্ষণ সম্পর্কে স্থানীয় পশু চিকিৎসক শাহারুল ইসলাম বলেন, প্রথম আক্রান্ত প্রাণির জ্বর, ব্যথা ও খাবার অরুচি হয়। এরপর শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়াসহ মুখ দিয়ে লালা পড়তে শুরু করে। এতে করে গরুটি দুর্বল হয়ে যায়।  তিনি আরো বলেন, মশা-মাছি থেকে এ রোগটি ছড়ায় এবং সংক্রমিত গরুর লালা, দুধ, চোখ বা নাকের পানির মাধ্যমে ভাইরাস বিস্তার ঘটে। এ রোগ চিকিৎসা দিলে সুস্থ হয়ে যায়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৬২টি গরু এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে প্রায় সাড়ে ৪ হাজার ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এরই মধ্যে ৩১টি গরু সুস্থ হয়েছে। সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি) নামের এই ভাইরাস সংক্রমণ মোকাবিলায় মাঠ পর্যায়ে লিফলেট বিতরণসহ সচেতনতামূলক ক্যাম্পেইন করা হচ্ছে। এ রোগে গরুর মৃত্যুর ঝুঁকি খুবই কম। এ নিয়ে গরু মালিকদের দুশ্চিন্তার কারণ নেই। চিকিৎসা নিলেই গরু সুস্থ হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status