বাংলারজমিন

চৌদ্দগ্রামে আরও ২৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৬:৩৬ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নতুন করে আরও ২৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান। নতুন আক্রান্তরা হলেন; বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিলের আঁখি, নোয়াপাড়ার ইয়াকুব হোসেন, নবগ্রামের কফিল উদ্দিন, চাঁন্দিশকরার তোফাজ্জল হোসেন, বাতিসা ইউনিয়নের সোনাপুরের কাজী মহি উদ্দিন, বসন্তপুরের এনামুল হাসান, দুর্গাপুরের মাসুদুল হক, মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুরের আবুল খায়ের, বাহেরগড়ার অহিদুর রহমান, চিওড়া ইউনিয়নের হস্তিমৃতা গ্রামে ইউসুফ, আবদুল হামিদ, রাজিয়া বেগম, আফসানা, ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দারের পেয়ারা বেগম, জগন্নাথদীঘি ইউনিয়নের নারানকরার তৌহিদ, গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের নুরুল আলম সেলিম, চাপালিয়া পাড়ার কাজী এনাম, সাজেদা আক্তার, আলকরা ইউনিয়নের কেন্দুয়ার আবিদা খাতুন, পল্লী বিদ্যুৎ অফিসের মমিনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কামরুজ্জামান, স্বাস্থ্যকর্মী জসিম হায়দার ও চৌদ্দগ্রাম এলাকার রৌশনারা বেগম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত ১৪২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৩০০ জনের রির্পোট পাওয়া গেছে। এরমধ্যে করোনা পজেটিভ আক্রান্তের সংখ্যা ২৯৯ জন। এরমধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ্য হয়েছেন ১৭১ জন। এছাড়া গত বুধবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মফিজুর রহমান। তিনিসহ মোট মারা গেছে ৫ জন। এদিকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status