অনলাইন

আক্রান্ত চিকিৎসক-নার্সদের জন্য কুইক রেসপন্স টিম

অনলাইন ডেস্ক

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১:৪৯ পূর্বাহ্ন

প্রাণঘাতী করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রায়শই আক্রান্ত হচ্ছে। এবার তাদেরকে সার্বিক সহযোগিতা দিতে ‘কুইক রেসপন্স টিম’ গঠনের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-২ শাখা) উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে অনুরোধক্রমে এ নির্দেশনা জারি করা হয়।

ইতিমধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন চিকিৎসক। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সর্বশেষ ১লা জুলাইয়ের পরিসংখ্যান অনুসারে, রাজধানীসহ সারা দেশের ১ হাজার ৬১৩ জন চিকিৎসক, ১ হাজার ৩২০ জন নার্স এবং ১ হাজার ৮৬৮ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status