খেলা

চেলসি-লেস্টারের হারে ‘লাভ’ ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১০:৫২ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপার নিষ্পত্তি হয়ে গেলেও দারুণ লড়াই চলছে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে সরাসরি খেলার টিকিটি নিশ্চিতের জন্য। সে লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল লেস্টার সিটি ও চেলসি। বুধবার রাতে দু’দলই হেরে গেছে। এতে সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে খেলার সম্ভাবনা বেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

২-১ গোলে লেস্টার সিটিকে হারিয়েছে এভারটন এবং দারুণ নাটকীয়তায় ভরা ম্যাচে চেলসিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ওয়েস্টহাম। পয়েন্ট তালিকার তিনে থাকা লেস্টারের সংগ্রহ ৫৫। এক পয়েন্ট বেশি নিয়ে চেলসি রয়েছে চতুর্থ স্থানে। পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫২। ছয়ে থাকা উলভারহ্যাম্পটনেরও ৫২ পয়েন্ট। তবে গোল গড়ে ম্যানইউ’র চেয়ে পিছিয়ে রয়েছে তারা। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ পায়।

অবনমন এড়াতে চেলসির বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল ওয়েস্টহামের। উইলিয়ানের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ওয়েস্টহামের তমাস সুসেক। দ্বিতীয়ার্ধের শুরুতে মিশেল আন্তোনিওর গোলে ওয়েস্টহাম এগিয়ে গেলে উইলিয়ানের গোলে সমতা ফেরায় চেলসি। কিন্তু শেষ রক্ষা হয়নি; শেষ দিকে আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর গোলে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্টহাম। অসাধারণ এই জয়ে ওয়েস্টহামের লীগে টিকে থাকার আশা জোরালো হলো। এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে ওঠা দলটির পয়েন্ট ৩০। অন্যদিকে টানা তিন জয়ের পর হারল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।

জিতেছে আর্সেনাল

পুনরায় লীগ শুরুর পর টানা দুই হারের পর টানা দুই ম্যাচ জিতল আর্সেনাল। বুধবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পয়েন্ট তালিকার সবার নীচে থাকা নরউইচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। জোড়া গোল করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। অন্য দুই গোল গ্রানিত জাকা ও সেদরিক সোয়ারেসের।টানা দ্বিতীয় জয়ে ৩২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে আর্সেনাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status