বিশ্বজমিন

বাংলাদেশিসহ অভিবাসী বহনকারী বোটডুবি, মৃত ৬

মানবজমিন ডেস্ক

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসী বহনকারী একটি বোট ডুবে গেছে তুরস্ক উপকূলে। এতে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এ সময় ওই বোটে ৫৫ থেকে ৬০ জন আরোহী ছিলেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোয়লু এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তুরস্কের পূর্ব উপকূলে লেক ভ্যানে ওই বোটটি ডুবে যায়। সিএনএন তুর্ক’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন মিডল ইস্ট মনিটর। মন্ত্রী সোয়লু বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ওই লেকটি ইরান সীমান্তের কাছে। সেখান থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীরা তুরস্কের দিকে পাড়ি জমায়। এর আগে ডিসেম্বরে ওই লেকে একটি বোট ডুবে যায়। এতে মারা যান ৭ জন। উদ্ধার করা হয় ৬৪ জনকে। ইউরোপে অবৈধভাবে যাওয়ার জন্য অভিবাসীদের কাছে তুরস্ক একটি ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। এসব অভিবাসীর বেশির ভাগই তার নিজের দেশে সহিংসতা অথবা নির্যাতনের কারণে পালিয়ে যান। তাদের ভাগ্য তখন নির্ধারিত হয় পাচারকারীদের ওপর। তারা স্থলভাগে আবার কখনো নৌরুটে জীবনমৃত্যুর সঙ্গে পাল্লা দেন। ফল হিসেবে বেশির ভাগ সময়ই তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status