বাংলারজমিন

দিরাইয়ে পানি বন্দি কয়েক হাজার পরিবার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বহমান কালনী নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরফলে পৌরসদরসহ উপজেলার ৯টি ইউনিয়নের শতাধিক সড়ক ও নিচু ঘরবাড়িগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। পৌরসদরের বিভিন্ন পাড়া-মহল্লার অন্তত ২০টি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলাজুড়ে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে আছেন। বসতঘর তলিয়ে যাওয়ায় পৌরসদরের দিরাই উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে অন্তত দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় হাওর অধ্যুষিত ভাটি অঞ্চল দিরাই উপজেলার শতাধিক পুকুরের মাছ ভেসে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে খামারিদের। পানিবন্দি মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিজেদের গবাদিপশুগুলো নিয়ে। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জ জেলা শহরের পানি ভাটির দিকে নামতে থাকায় বন্যা দেখা দিয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম জানান, এ পর্যন্ত বন্যায় শতাধিক ছোট-বড় পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৯০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে আমরা মনে করছি। পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ জানান, তার ওয়ার্ডের ছোট-বড় ১০/১২ টি সড়ক, ৬৫ টি বসত বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি অবস্থায় রয়েছে আরও ২৫ পরিবার। তিনি জানান, বসতঘর ডুবে যাওয়ায় দিরাই উচ্চ বিদ্যালয়ে এ পর্যন্ত ৩০ টি পরিবার আশ্রয় নিয়েছেন। তাদের আজ (বুধবার) ১০ কেজি চাল ও ১ টি করে সাবান দেয়া হয়েছে। ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সবুজ মিয়া জানান, তার ওয়ার্ডের মাদানী মহল্লা, নতুন বাগবাড়ী ও ভরারগাঁওসহ ঘরবাড়ি এবং একাধিক সড়ক পানিতে তলিয়ে গেছে। উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার জানান, তার ইউনিয়নের তেতৈয়া, হাতিয়া, কুলঞ্জ, তারাপাশা, রাড়ইলসহ বিভিন্ন গ্রামের নিচু বসতি ও সড়কে বন্যার পানি উঠেছে। বাড়িঘর তলিয়ে যাওয়ায় কিছু পরিবারকে হাতিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ জানান, তার ইউনিয়নের অধিকাংশ গ্রামেই বানের পানি উঠেছে। আক্রান্ত পরিবারগুলো তাদের গবাদিপশুগুলো আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসতে চাইছেন না। পাউবোর উপজেলা সমন্বয়কারী রিপন আলী জানান, বুধবার (১লা জুলাই) বেলা ১১ টা পর্যন্ত কালনী নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ জেলা শহর দিয়ে বহমান সুরমা নদীর পানি বিপদসীমার অনেক উপরে রয়েছে, সেই পানি এদিক দিয়ে নামছে। যে কারণে বৃষ্টি না হলেও পানিবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ জানান, প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহযোগিতার জন্য জিআর’র ৪৫০ মে.টন চাল ও ২ লাখ ৯৭ হাজার টাকা মজুত রয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status