বাংলারজমিন

গাজীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:১৪ পূর্বাহ্ন

গাজীপুরে ভাত খেতে চেয়ে বোকা বানিয়ে হাতিয়ে নেয়া গাড়ি ও আইপিএস এ ব্যবহারের ব্যাটারি এবং ব্যাটারি বিক্রয় করা প্রায় সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ৪ প্রতারককে গ্রেপ্তার এবং চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে গ্রেপ্তারকৃত আসামিরা হলো: যশোর জেলার বেনাপোল থানার নারায়ণপুর গ্রামের ট্রাকচালক বাদশা সরদার (২২), ঢাকা জেলার আশুলিয়া থানার কুরগা এলাকার শাকিল (৩৪), ফরিদপুর জেলার মধুখালী থানার দাড়িরপাড়া এলাকার মো. বাবলুর রহমান (৩৮), নীলফামারি জেলার ডিমলা থানার নিজসুন্দরখাতা গ্রামের আলমগীর হোসেন (২৭)। তাদের সঙ্গে হেলপারসহ আরো ২ জন জড়িত। তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সকালে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তার বেঙ্গল বি লিমিটেড কোম্পানির ফ্যাক্টরি হতে ১২ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১৫০টি ব্যাটারি কোম্পানির কর্মচারী কাউসার হোসেনের মাধ্যমে ট্রাকযোগে করে গত বুধবার রাতে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা পথে কোম্পানির প্রতিনিধি হিসেবে কাউসার হোসেন, ট্রাকের ড্রাইভার ছাড়াও ছিল চালকের এক সহকারী। ট্রাকটি মাওনা থেকে রওনা করে রাত প্রায় ১০টার দিকে কালিয়াকৈরের চন্দ্রাতে পৌঁছায়। তখন ড্রাইভার বাদশা সরদার কোম্পানির প্রতিনিধি কাউসারকে বলে আমি হোটেলে ভাত খেতে চায়। সরল বিশ্বাসে কাউসার ট্রাকের চালককে নিয়ে তারা দুইজনে চন্দ্রার বরিশাল হোটেলে ভাত খেতে যায়। কিন্তু চালকের সহকারী ট্রাকেই অবস্থান করে। হোটেলে সামান্য খাওয়ার পর ট্রাকের চালক ভাতের মধ্যে পোকা আছে, তাই সে ভাত খাবে না বলে হাত ধুয়ে হোটেলের বাইরে চলে যান। কিন্তু বিশ্বাসী কাউসার তখনো ভাত খেতে থাকে। এর কিছুক্ষণ পরই ট্রাকের চালক ট্রাক চালু করে সহকারীসহ দ্রুত ট্রাক নিয়ে টাঙ্গাইলের দিকে চলে যায়। এই ঘটনার পরদিন ২৫শে জুন কালিয়াকৈর থানাতে মামলা রুজু হয়। থানায় মামলা দায়েরের পর গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. আহসানুজ্জামান এবং কালিয়াকৈর থানার এসআই ভজন চন্দ্র রায় সঙ্গীয় অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে যৌথভাবে বিভিন্ন স্থানে টানা অভিযান পরিচালনা করে। টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকার আশুলিয়া ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাত খাওয়ার কথা বলে প্রতারণা করে ও বোকা বানিয়ে ব্যাটারি চুরির সঙ্গে সরাসরি জড়িত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ৫৫টি ব্যাটারি, ব্যাটারি বিক্রয় করে প্রাপ্ত ৩ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া চুরির কাজে ব্যবহৃত ট্রাক (নম্বর- ঢাকা মেট্রো ন-১৭-৬২৯) জব্দ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status