বাংলারজমিন

সিলেটে ট্যাঙ্কলরি শ্রমিকদের কর্মবিরতি আজ থেকে শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:১২ পূর্বাহ্ন

শ্রমিকদের ওপর হামলা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন সিলেট বিভাগের সর্বস্তরের ট্যাঙ্কলরি শ্রমিক নেতৃবৃন্দ। এই উপলক্ষে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর এক প্রতিবাদ সভা মঙ্গলবার বিকালে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের পিরোজপুরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ট্যাঙ্কলরি শ্রমিকদের ওপর দক্ষিণ সুরমা ও সিলেট রেলওয়ে থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে শ্রমিক নেতৃবৃন্দ। ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রেলওয়ে সিলেটের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আকবর হোসেন মজুমদারকে রেলওয়ে কলোনি মসজিদ সংলগ্ন পরিত্যক্ত ভূমিতে ট্যাঙ্কলরি রাখা বাবদ প্রতি মাসে ৩০ হাজার টাকা ভাড়া দিয়ে আসছি। বিগত কয়েক দিন যাবৎ ৩০ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা ধার্য করে চাপ দিচ্ছেন আকবর হোসেন মজুমদার। শ্রমিকরা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রকৌশলী আকবর হোসেন মজুমদার সোমবার বেলা ১১টায় লরি রাখাকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে শ্রমিকরা আহত হন। বক্তারা বলেন, শ্রমিকদের মেরে আহত করেও ক্ষান্ত হয়নি প্রকৌশলী। উল্টো শ্রমিকদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা ও সিলেট রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। বক্তারা অনতিবিলম্বে সাজানো মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় সর্বস্তরের শ্রমিকদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ইউনুস মিয়া, নবির হোসেন, মখতজিল হোসেন, কাপ্তান মিয়া, সাহেদ মিয়া, সহ-সভাপতি কাউছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. গোলাপ খান, লাইন সম্পাদক কবির খান, কার্যকরী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল প্রমুখ। শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা লুৎফুর, রাজিব, হান্নান, প্রদীপ, সুহেল, লিটন, চেরাগ আলী, লোকমান, শাহীন, মাহিন, কবির, জমির, আলাল, হান্নান, বিধান, শংকর, আউয়াল, কাদির, মুজিব, মতছির, ওসমান, আলমাছ, আব্দুর হাই, রনি প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status