বাংলারজমিন

মালিক শ্রমিক সংগঠনের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:১০ পূর্বাহ্ন

 সরকার ও উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত থ্রি-হুইলার সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে অবৈধভাবে চলাচলের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া করোনাকালে সব যানবাহন স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার দাবি করা হয়। গতকাল সকালে জেলা মালিক শ্রমিক ঐক্যপরিষদের উদ্যোগে সরাইলের বিশ্বরোড মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা। পরে এক পথসভায় উভয় দাবি আদায়ের জন্য ৭ দিনের সময়সীমা বেঁধে আল্টিমেটাম দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ। শ্রমিক নেতৃবৃন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সরাইলের বিশ্বরোড মোড় ও আশপাশের সড়ক অবরোধ করেন জেলা মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে তারা সড়কের ওপরই একটি পথসভায় মিলিত হন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট বেঁধে যায়। পথসভায় বক্তারা বলেন, উচ্চ আদালতের আদেশের পর সরকার মহাসড়কে থ্রি-হুইলার গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই আদেশ অমান্য করে দীর্ঘদিন ধরে মহাসড়কে দেদার চলছে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা। এ গুলি যাত্রী ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ। অনতিবিলম্বে সরাইল-আশুগঞ্জ-মাধবপুর ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে থ্রি হুইলার যানসমূহ চলাচল বন্ধ করতে হবে। এ ছাড়া সরকারের নির্দেশ থাকা সত্ত্ব্বেও এখনো অনেক যানবাহন স্বাস্থ্যবিধি না মেনে মহাসড়কে চলাচল করছে। যা করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি করতে পারে। সড়কে চলাচলকারী সব যানবাহনকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার দাবি জানান। তারা উপরোল্লিখিত দুটি দাবি আদায়ের জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে আবারো কর্মসূচি দেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শ্রমিক নেতা বলেন, কোথায় বলবো দুঃখের কথা? সড়কে চলাচলকারী প্রত্যেকটি বাস কোচ থেকে বিশ্বরোড মোড়ে ৬০ টাকা করে চাঁদা দিতে হয়। আর ৬০ টাকা থেকে ৩০ টাকা দিতে হয় জেলার জনৈক নেতাকে। সকাল থেকে রাত পর্যন্ত চলে এ চাঁদা আদায়। হিসাব করে চাঁদার বিরাট অংশ চলে যায় জেলার নেতাদের পকেটে। বাকি টাকা বিশ্বরোড মোড়ে হয় ভাগবাটোয়ারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া ও লোকাল বাস মালিক সমিতির সম্পাদক মো. নিয়ামত খান বলেন, দাবি আদায়ের জন্যই শান্তিপূর্ণ অবরোধ ও পথসভা করেছি। ৭ দিনের আল্টিমেটাম দিয়েছি। উপস্থিত ছিলেন লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. সেলিম মিয়া, সম্পাদক মো. আনিছুর রহমান চৌধুরী ও আশুগঞ্জ শ্রমিক লীগের সভাপতি মো. আলমগীর। বিশ্বরোড হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, তাদের আন্দোলনের জন্য নয়। আমরা উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচলের ওপর নিয়ন্ত্রণ রেখে আসছি অনেক পূর্ব থেকেই। নিয়মিত ব্যবস্থাও নিচ্ছি।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status