বাংলারজমিন

শ্রীমঙ্গলে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গল প্রতিনিধি

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ বছরের শিশু লিমন হত্যার দায়ে ইউনুস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ইউনুস স্বীকার করেছে, চোরের অপবাদ সইতে না পেরে সে শিশুটিকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার উপজেলার বিলাস ছড়া চা বাগানে লিমন গড় (৫) নামে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই বাগানের শিবু গড়ের ছেলে। গতকাল শ্রীমঙ্গল থানা পুলিশ আটক ইউনুসকে মৌলভীবাজার জেলা আদালতে প্রেরণ করলে, সে আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দেয়। ইউনুস আদালতকে জানায়, বেশ কয়েক মাস আগে নিহত শিশুর পিতা শিশু গড়ের রিক্সার একটি ব্যাটারি চুরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে স্থানীয় ইউপি মেম্বার। কিন্তু সে টাকা দিতে পারেনি। এজন্য গ্রামের লোকজন তাকে প্রায়ই চোর বলতো। এই অপমানেই সে মঙ্গলবার দুপুর ৩টার দিকে শিশুটিকে পাখি শিকার করার কথা বলে চা বাগানে নিয়ে যায়। এবং সেখানে দা দিয়ে কুপিয়ে তাকে খুন করে। স্থানীয়রা জানান, ঘটনার দিন প্রতিদিনের মতো শিশুটি দুপুর ১টার দিকে ঘর থেকে খেলার জন্য বাইরে বের হয়। ঘর থেকে বের হওয়ার পর থেকেই শিশুটিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চা বাগানের ভেতর ছড়ার পাশে ঝোপের মধ্যে শিশুটির অর্ধ গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ ঘটনা থানা পুলিশকে জানালে মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান সার্কেল (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে শিশুটির অর্ধ গলাকাটা লাশ উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, আটক ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকর করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চোরের অপবাদ সইতে না পেরে সে শিশুটির বাবার ওপর রাগের বশবতী হয়ে শিশু লিমনকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। শিশুর লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status