বাংলারজমিন

উপসর্গ

২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:০৭ পূর্বাহ্ন

ওসমানীনগরে ৪২
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে নতুন করে আরো ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই দু’জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার নতুন করে আক্রান্ত ২ জন নিয়ে ওসমানীনগরে এ পর্যন্ত মোট ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন এবং মারা গেছেন ৩ জন। আক্রান্ত হলেন, উপজেলার দয়ামীর ইউপি’র ছোট ধিরারাই গ্রামের আপ্তাব আলীর ছেলে সুহেল আলী (৪০)। সুহেল আলী গত ২৮শে জুন করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান। এদিন হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ। অপর আক্রান্ত ব্যক্তি হলেন, উপজেলার উছমানপুর ইউপির ভেরাখাল গ্রামের তৈয়ব মিয়ার ছেলে তফুর মিয়া (৫৮)। তিনি বর্তমানে সিলেট শহরের শাহী ঈদগাহের বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তফুর মিয়াও গত ২৮শে জুন শামসুদ্দিন হাসপাতালে নমুনা প্রদান করেন। ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারে ৫০০
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে একদিনে নতুন করে ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহিদ আহমদ গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, রাজনগরে ৭ জন, কুলাউড়ায় ৯ জন, জুড়িতে ৬ জন, কমলগঞ্জে ১২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, বড়লেখায় ৫ জন রয়েছেন। জেলায় এখন মোট করোনা রোগী ৫০০ জন। আর এই পর্যন্ত সুস্থ হয়েছেন ২১৫ জন। এই জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৪ঠা এপ্রিল রাজনগর উপজেলায়।
চাঁদপুরে ৯০৫
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে বুধবার আরো ৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে সদরের ১৪ জন, মতলব উত্তরের ৩ জন, মতলব দক্ষিণের ২ জন, ফরিদগঞ্জের ৫ জন, হাজীগঞ্জের ১ জন, কচুয়ার ৩ জন, হাইমচরের ২ জন ও শাহরাস্তির ১ জন। চাঁদপুর সদরের নতুন করোনা শনাক্ত হওয়াদের মধ্যে শহরের মমিনপাড়া এলাকার উপসর্গে মৃত আমানুল্লাহ (৭২)। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৫। এর মধ্যে মৃতের সংখ্যা ৫৮ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বুধবার দুপুরে ১৩২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩১টি রিপোর্ট করোনা পজিটিভ। বাকিগুলো নেগেটিভ। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯০৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো: সদরে ৩৪৩ জন, শাহরাস্তিতে ১০১ জন, মতলব দক্ষিণে ৯৮ জন, হাজীগঞ্জে ৯১ জন, ফরিদগঞ্জে ৮৯ জন, হাইমচরে ৭২ জন, মতলব উত্তরে ৬৮ জন ও কচুয়ায় ৪৩ জন। জেলায় মোট ৫৮ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো: হাজীগঞ্জে ১৬ জন, চাঁদপুর সদরে ১৬ জন, মতলব উত্তরে ৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন ও মতলব দক্ষিণে ২ জন।
মাগুরায় ১৪১
মাগুরা প্রতিনিধি: মাগুরায় আরো ৮ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় মোট ৭ জন। একজন রয়েছেন মাগুরা অগ্রণী ব্যাংকের চাকরিজীবী। গতকাল দুপুরে মাগুরা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য প্রকাশ করে। গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের নমুনা পরীক্ষা ফলাফলে নতুন করে এই ৮ জন শনাক্ত হয়। মাগুরায় বুধবার যেসব এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো সেগুলো হলো কলেজপাড়ার ৩ জন, পিটিআই পাড়া, কাশিনাথপুর, পারনান্দুয়ালী ও নতুন বাজারের ১ জন করে। অপর একজন মাগুরা অগ্রণী ব্যাংকে চাকরি করেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪১ জন। মাগুরায় মোট শনাক্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন। বর্তমান ৮৩ জন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩ জন। জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস পজিটিভ নিয়ে মারা গেছেন ৩ জন।
চলনবিলে ১২
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক পুলিশসহ আরো ৩ জনের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে তাড়াশ উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হলো। তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদৎ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৫শে জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার তাদের ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্তরা হলেন, তাড়াশ থানার ডিএসবির এসআই মো. আব্দুল হাই, পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে ও দৈনিক খোলা কাগজের তাড়াশ প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম রনি ও কাউরাইল কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি কহিত গ্রামের আলতাব হোসেনের মো. শাহিনুর রহমান। এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্‌ফাত জাহান বলেন, করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে। উল্লেখ কাউরাইল কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি মো. শাহিনুর রহমানের গত ১৪ই জুন প্রথম করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ঝিনাইদহের কালীগঞ্জে ৮৯
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহে কালীগঞ্জে নতুন করে ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত্ত হয়েছেন। এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় মোট ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধাবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৭২টি রিপোর্ট এসেছে এর মধ্যে জেলায় ১৪টি পজিটিভ রিপোর্ট এসেছে। ঝিনাইদহ সদর উপজেলায় ৬ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন ও শৈলকুপা উপজেলায় ৪ জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত ৮৯ জন সুস্থ হয়েছেন। আক্রান্তরা হোম আইসলেশনে রাখা হয়েছেন।
কালীগঞ্জে ৩২৯
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নতুন করে আরো ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৮ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর গতকাল বিকেলে ২০ জনের করোনা রিপোর্টে পজেটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট ৩২৯ জন করোনায় আক্রান্ত হলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ। তিনি জানান, আক্রান্ত নতুন ২০ জনের মধ্যে কালীগঞ্জ পৌর এলাকায় ১১ জন, বাহাদুরসাদী ইউনিয়নে ৪ জন, মোক্তারপুর ইউনিয়নে ১ জন, জাঙ্গালীয়া ইউনিয়নে ২ জন ও তুমলিয়া ইউনিয়নে ২ জন রয়েছে। এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলার ২৪০৪ জন নারী-পুরুষ করোনা নমুনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৩২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে কোয়ারেন্টিনে ও আইসোলেশনে থেকে ২০৮ জন আক্রান্তকারী সুস্থ্য হয়েছেন। কালীগঞ্জে এ যাবত এক মাসের শিশুসহ মোট ৬ জন করোনায় মারা গেছেন।
ঝিনাইদহে ২০৯
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির শরীরে করোনা পজিটিভ এসেছে। বুধবার সকালে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে করোনার ৭২ টি নমুনার ফলাফল এসেছে। যার ১৪ টি পজিটিভ। এদের মধ্যে গত সোমবার উপসর্গ নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত শৈলকুপার চরবাখরবা গ্রামের এক ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। জেলায় এখন পর্যন্ত মোট ২০৯ জন করোনায় আক্রান্ত হলেন। আর মারা গেলেন ৩ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status