বিশ্বজমিন

হংকং: চীনের নতুন নিরাপত্তা আইনের প্রথম প্রয়োগ, গ্রেপ্তার ৭

মানবজমিন ডেস্ক

১ জুলাই ২০২০, বুধবার, ৭:৩৫ পূর্বাহ্ন

হংকং বিষয়ক চীনের নিরাপত্তা আইন পাস হওয়ার পরপরই সেটির প্রয়োগ শুরু হয়েছে। বুধবার বৃটিশ শাসন থেকে হংকংয়ের মুক্তির ২৩ বছর উদযাপনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্যে নতুন আইনটির আওতায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, অন্যান্য আইনে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২০০ জনকে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হয়েছে জলকামান ও কাঁদানে গ্যাস। এ খবর দিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, চীনের নতুন আইন অনুসারে, রাষ্ট্রদ্রোহ, পরাভব, সন্ত্রাসবাদসহ ও বিদেশি শক্তিদের সঙ্গে আঁতাত টার্গেট করা হয়েছে। মঙ্গলবার আইনটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে চীন। অধিকারকর্মীরা বলছে, এই আইন হংকংয়ের স্বাধীনতা হরণ করেছে।
উল্লেখ্য ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে হস্তান্তর করে বৃটেন। হস্তান্তরের শর্ত অনুসারে, ৫০ বছরের জন্য ‘এক দেশ, দুই নীতি’ চুক্তির আওতায় বেশখানিকটা স্বায়ত্ত্বশাসনের অধিকার রয়েছে হংকংয়ের। বুধবার ওই হস্তান্তরের ২৩ বছরপূর্তি উদযাপনে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করে হাজার হাজার মানুষ। তাদের থামাতে জলকামান, মরিচের গুড়া ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা ১৮০ জন সমাবেশকারীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সাত জনকে নতুন আইনটির আওতায় গ্রেপ্তার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status