করোনা আপডেট

সিলেটে আরো ৮৮ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৩০ জুন ২০২০, মঙ্গলবার, ১১:৫৭ পূর্বাহ্ন

সিলেটে এক দিনে ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার পর এই রোগীরা শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে অধিকাংশ রোগীই হচ্ছে সিলেট নগর এলাকার বাসিন্দা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন- আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৫৮ জন। এ নিয়ে সিলেট জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৫৫৮ জন।
এদিকে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১৬ জন ও সুনামগঞ্জের ১০ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬০ জনে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status