বাংলারজমিন

আহত ছাত্রলীগ নেতা আইসিইউতে : ৪ আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

৩০ জুন ২০২০, মঙ্গলবার, ৫:৪৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে দলীয় কোন্দলের কারনে মারপিটে আহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, এ মামলার এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকৌ: আব্দুল্লাহ বিন আহম্মেদ জানান, আহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় বর্তমানে আশংকাজনক অবস্থায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। সে অধিকাংশ সময় অচেতন থাকলেও মাঝে মধ্যে কিছুটা সাড়া দিচ্ছে।

শুক্রবার বিকেলে সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে জেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে আসার পথে শহরের বাজার ষ্টেশন এলাকায় ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে মাথায় কুপিয়ে জখম করা হয়। সে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও জামতৈল সরকারী হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এবং কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর এলাকার বাসিন্দা।

এদিকে, মামলার এজাহারভুক্ত ৫জনের মধ্যে ৪জন গ্রেপ্তার হলেও প্রধান আসামী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিয়ারধানগড়ার শিহাব আহমেদ জিহাদ (২৩) এখনও পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার আল-আমিন (২০), একই মহল্লার বাসিন্দা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয় (২৩) ও জাহিদুল ইসলাম (২১) এবং দিয়ারধানগড়ার সাগর (২০)।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস,আই আনিছুর রহমান জানান, মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মঙ্গলবার ভোরে সদর উপজেলার বহুলী এলাকা থেকে আল আমিন ও সাগরকে এবং মধ্যরাতে চকশিয়ালকোল এলাকা থেকে বিজয় ও জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আহত এনামুলের সাথে হাতাহাতি হওয়ার কথা স্বীকার করলেও তাকে মাথায় কে কুপিয়েছে তা স্বীকার করেনি বলেন, এস.আই আনিছ।

তিনি আরও বলেন, বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক প্রধান আসামী শিহাবকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনার আহত ছাত্রলীগ নেতার বড় ভাই রুবেল বাদী হয়ে একই সংগঠনের ৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ ঘটনার পর রোববার কেন্দ্রীয় ছাত্রলীগ মামলার ২ আসামী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহরের সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার আল-আমিন ও আরেক সাংগঠনিক সম্পাদক শহরের দিয়ারধানগড়া মহল্লার শিহাব আহমেদ জিহাদকে দল থেকে সাময়িক বহিস্কার করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status