শিক্ষাঙ্গন

ময়মনসিংহ বোর্ডে ফল পরিবর্তন ৩৬২ শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

৩০ জুন ২০২০, মঙ্গলবার, ৪:২১ পূর্বাহ্ন

৩১ হাজার ৩৩১ জন এসএসসি পরীক্ষার্থীর খাতা পুননিরীক্ষণে
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৩৬২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এই বোর্ডে
ফেল থেকে পাস করেছেন ৫০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন
পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩ জন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এ তথ্য নিশ্চিত করে জানান, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম। তিনি আরও জানান, ময়মনসিংহ বোর্ডের অধীনে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ডের ৩১ হাজার ৩৩১ টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা। এর আগে, বোর্ডের অধীনে ১ হাজার ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১টি সেন্টারে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছিল ১ লাখ ১২৫ জন। প্রকাশিত ফলাফলে পাসের হার ছিল ৮০ দশমিক ১৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status