বিশ্বজমিন

ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নেপালি প্রধানমন্ত্রীর

মানবজমিন ডেস্ক

৩০ জুন ২০২০, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি অভিযোগ করেছেন, তার সরকারকে হটাতে ষড়যন্ত্রে লিপ্ত ভারতীয় দূতাবাস। নেপালের কম্যুনিস্ট নেতা মদন ভান্ডারির জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সরাসরি এই মন্তব্য করেন ওলি। এ খবর দিয়েছে দ্য হিন্দু। খবরে বলা হয়, অনুষ্ঠানে নেপালি ভাষায় ওলি বলেন, ‘দেশের নতুন মানচিত্র প্রকাশ করা ও পার্লামেন্টের মাধ্যমে এই মানচিত্র গৃহীত হওয়ায় আমাকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে।’
তিনি আরও বলেন, ‘চলমান বুদ্ধিবৃত্তিক আলোচনা, নয়াদিল্লি থেকে আসা পত্রিকার খবর আর [ভারতীয়] দূতাবাসের কর্মকাণ্ড ও কাঠমান্ডুর বিভিন্ন হোটেলে বৈঠক থেকে এটি বোজগা দুষ্কর নয় যে, কিছু লোক প্রকাশ্যে আমাকে উৎখাতে সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু তারা সফল হবে না।’
নেপালের আরেক পত্রিকা জানায়, নেপালের প্রধানমন্ত্রী ভারতের সংবাদমাধ্যম, বুদ্ধিজীবী ও সরকারের বিরুদ্ধে নেপাল সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগ করেন।
তিনি বলেন, ‘দিল্লির মিডিয়ার কথা শুনুন। সেখান থেকেই এসব বোঝা যায়। এখানে অনেক হোটেলে কী চলছে, দেখুন। ভারতীয় দূতাবাসের সক্রিয়তা দেখুন।’
তিনি বলেন, ‘আমরা আমাদের রাজনৈতিক মানচিত্র সংশোধন করেছি। সাংবিধানিক রূপ দিয়েছি। আপনারা হয়তো শুনেছেন যে নেপালের প্রধানমন্ত্রীকে এক সপ্তাহ বা ১৫ দিনের মধ্যে সরিয়ে দেওয়া হবে। আপনারা ভারতীয় মিডিয়া, বুদ্ধিজীবীদের কথাবার্তা শুনেছেন। ভারতীয় রাষ্ট্রীয় সংস্থাগুলো আশ্চর্য্যজনকভাবে সক্রিয় উঠেছে এখানে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status