খেলা

চাকরি খোয়াতে পারেন সেতিয়েন, প্রস্তুত জাভি

স্পোর্টস ডেস্ক

২৯ জুন ২০২০, সোমবার, ৪:৫৩ পূর্বাহ্ন

বার্সেলোনাকে টানা দুই মৌসুমে লা লিগা জিতিয়েও চাকরি খোয়াতে হয়েছিল কোচ আরনেস্তো ভালভার্দেকে। জানুয়ারিতে কাতালান জায়ান্টরা হট সিটে বসায় কিকে সেতিয়েনকে। কিন্তু তিনি দায়িত্ব নেয়ার পর বার্সার পারফরম্যান্সের উন্নতি হয়নি। উল্টো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এখন লীগ শিরোপাটা হারাতে বসেছে দলটি। এমন পরিস্থিতিতে মিডিয়ায় গুঞ্জন, বার্সার খেলার উন্নতি না হলে মৌসুম শেষে বরখাস্ত হবেন সেতিয়েন। এদিকে জাভি নতুন করে বার্সার কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন। যা সেতিয়েনের ওপর চাপ বাড়িয়েছে।

দায়িত্ব নেয়ার পর সেতিয়েন বলেছিলেন, ‘আমি সুন্দর ফুটবল উপহার দিতে চাই।’ প্রথম কয়েক ম্যাচে বার্সাকে পাসিং ফুটবল খেলিয়েছেন। কিন্তু বর্তমান দল দিয়ে যে এটা খুব একটা কার্যকর হবে না, তা বুঝতে বেশি সময় লাগেনি সেতিয়েনের। এরপর বেশ কয়েকবার ট্যাকটিকসে পরিবর্তন আনেন এই কোচ। বার্সাও এক ম্যাচ ভালো খেলছে তো আরেক ম্যাচ খারাপ। সবশেষ লীগ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে দুইবার এগিয়েও ২-২ গোলে ড্র করে বার্সা। আর এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে নেয় রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।

গোলডটকম জানিয়েছে, সেতিয়েন এরই মধ্যে তার শিষ্যদের আস্থা হারিয়েছেন। টিম ম্যানেজমেন্টও তার ওপর ভরসা করতে পারছে না। ভালভার্দের উত্তরসূরি হিসেবে সেতিয়েন কখনোই বার্সার প্রথম পছন্দ ছিল না। কাতালান জায়ান্টরা তাদের সাবেক খেলোয়াড় রোনাল্ড কোম্যানকে কোচ হিসেবে চেয়েছিল। কোম্যান প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর আরেক সাবেক তারকা জাভি হার্নান্দেজকে প্রস্তাব দেয় বার্সা। তবে তখন জাভিও জানিয়ে দেন, এই মুহূর্তে কোচ হতে আগ্রহী নন তিনি। যদিও এখন নতুন করে কোচ হওয়ার আগ্রহ দেখাচ্ছেন সাবেক এই মিডফিল্ডার।

সেতিয়েনের হাতে এখনো ৬ ম্যাচ আছে। লা লিগা হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স লীগে বার্সাকে ট্রফি এনে দিতে পারলে হয়ত চাকরিটা বেঁচে যাবে তার। ২০১৫ সালের পর আর ইউরোপিয়ান আসরে শিরোপা জিততে পারেনি ক্লাবটি। ভালভার্দে বরখাস্ত হওয়ার প্রধান কারণই ছিল চ্যাম্পিয়ন্স লীগে ব্যর্থতা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status