খেলা

মেসিদের শহরে শীর্ষস্থানের লিড বাড়াল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

২৯ জুন ২০২০, সোমবার, ৭:০৯ পূর্বাহ্ন

সেল্টা ভিগোর সঙ্গে ড্র করে রিয়াল মাদ্রিদের কাজটা সহজ করে দিয়েছিল বার্সেলোনাই। এস্পানিওলকে হারালেই বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে রিয়াল। সঙ্গে এগিয়ে যাবে দুই পয়েন্টের ব্যবধানে - এমন সমীকরণটাই ঠিক হলো। মেসিদের নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল। করোনা ভাইরাসে অনাকাঙ্ক্ষিত বিরতির পর ‘নতুন রূপে’ ফেরা লীগে এই নিয়ে পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জিতল রিয়াল। ৩২ ম্যাচে ২১ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৭১। দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৬৯।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এস্পানিওলকে হারাতে ভালোই বেগ পেতে হয়েছে রিয়াল মাদ্রিদের।
রোববার রাতে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোর ৪৫তম মিনিটে করা গোলটাই। গোলটা এসেছে দলগত ফুটবলের দারুণ রসায়নে। বামপ্রান্ত থেকে মার্সেলোর ক্রস বক্সের বাইরে থেকে হেড করেন সার্জিও রামোস। সেখান থেকে বল পেয়ে যান বক্সের ভেতরে থাকা করিম বেনজেমা। কড়া পাহারায় থাকা ফরাসি স্ট্রাইকার বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে ক্যাসেমিরোকে বল বাড়ান। আনমার্কড ক্যাসেমিরো সহজেই গোল করেন। চলমান আসরে লিওনেল মেসি (২১ গোল ও ১৭ অ্যাসিস্ট) ও লুইস সুয়ারেজের (১৬ গোল ও ১১ অ্যাসিস্ট) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্টের ডাবল ছুঁলেন বেনজেমা (১৭ গোল ও ১০ অ্যাসিস্ট)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status