অনলাইন

বিএসটিআই এর নতুন মহাপরিচালক নজরুল আনোয়ার

স্টাফ রিপোর্টার

২৮ জুন ২০২০, রবিবার, ৩:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার। রোববার তিনি বিএসটিআইতে এ দায়িত্ব গ্রহণ করেন। বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনসহ সর্বশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসন, ত্রাণ প্রশাসন ও আইন অনুবিভাগের দায়িত্ব পালন করেছেন।

ড. মো. নজরুল আনোয়ার বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বিএসটিআই কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে বলেন, বিএসটিআইয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই সাধারণ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সকলকে সেবার মানসিকতা নিয়ে একযোগে কাজ করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status