খেলা

সুশান্তের সঙ্গে কথা না বলার আফসোসে পুড়ছেন শোয়েব

স্পোর্টস ডেস্ক

২৮ জুন ২০২০, রবিবার, ৩:০৮ পূর্বাহ্ন

সদ্য প্রায়ত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কথা না বলার আফসোস তাড়া করছে শোয়েব আখতারকে। গত ১৪ই জুন মুম্বাইয়ে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তের মরদেহ। জীবন নিয়ে হতাশার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকের ধারণা।

২০১৬ সালে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে মূল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান সুশান্ত। এরপর সখ্যতা গড়ে ওঠে ক্রিকেটারদের সঙ্গে। তখন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও জেনেছিলেন, ধোনির বায়োপিকে দুর্দান্ত অভিনয় করেছেন সুশান্ত। ২০১৬তে মুম্বাইয়ে এক হোটেলে সুশান্তের সঙ্গে দেখাও হয়েছিল শোয়েবের। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, 'মুম্বাইয়ের একটি হোটেলে সুশান্তের সঙ্গে আমার দেখা হয়েছিল। সত্যি কথা বলতে গেলে সেই সময়ে দেখে ওকে আমার আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল না। মাথা নিচু করে আমার সামনে দিয়ে চলে গেল। তখনই আমার এক বন্ধু আমাকে বলল যে ও ধোনির বায়োপিকে অভিনয় করছে। এখন আমার আফসোস হচ্ছে কেন সেদিন ওকে থামিয়ে ওর সঙ্গে কয়েকটা কথা বললাম না! আমি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা ওর সঙ্গে শেয়ার করতে পারতাম। হয়তো সেই কথাগুলো জীবন সম্পর্কে ওকে অন্যভাবে ভাবতে শেখাত। কিন্তু ও যে এরকম একটা পদক্ষেপ নিয়ে ফেলবে কে জানত! আর এখন আমার আফসোস করে কোনও লাভ নেই। তারপর ওর অভিনয় দেখেছি। সুশান্ত খুবই বিনয়ী ছেলে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ধোনির বায়োপিকে ওর অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে। কিন্তু আত্মহত্যা কখনোই কোনো সমাধান নয়।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status