খেলা

‘বারলো যা দিয়ে গেছেন সেটাও কম নয়’

স্পোর্টস রিপোর্টার

২৮ জুন ২০২০, রবিবার, ৮:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভের ২০ বছর পূর্তিতে টাইগারদের মনে তাজা হলো সাবেক গুরু এডি বার্লোর স্মৃতিও। বাংলাদেশের ক্রিকেটে বারলোর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করলেন হাবিবুল বাশার সুমন। তার বিদায়ে বাংলাদেশের ক্রিকেট যা মিস করেছে সেটাও আরো একবার মনে করলেন এই সাবেক অধিনায়ক।
১৯৯৯ সালে জাতীয় ক্রিকেট দলের ‘ডিরেক্টর অব কোচিং’ হয়ে বাংলাদেশে আসেন এডি বার্লো। টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশের ক্রিকেটের কাঠামোটা দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা এই তারকার হাত দিয়েই। বাংলাদেশের ক্রিকেটের অনেক কিছুই বারলোর মস্তিষ্কপ্রসূত। কিন্তু বাংলাদেশে বারলোর উপস্থিতিটা হলো ক্ষণস্থায়ী। টেস্ট মর্যাদা প্রাপ্তির পর বার্লোকে আর পেলো না বাংলাদেশের ক্রিকেট। চোখের জলে বাংলাদেশকে বিদায় জানালেন অসুস্থ এডি বার্লো। তবে ২০ বছর পরও বার্লোর স্মৃতি তাজা টাইগার ক্রিকেটারদের মনে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘বার্লো থাকলে টেস্টে আরো ভালো জায়গায় থাকতো বাংলাদেশ। তবে তিনি যা দিয়ে গেছেন সেটাও কম নয়।’
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার সময়ও এডি বারলো সুস্থ ছিলেন। স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু অভিষেক টেস্টের ঠিক আগে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন তিনি। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলছে, তিনি তখন হুইল চেয়ারে। ২০০১ সালের শুরুর দিকে চোখের জলে বিদায় জানান বাংলাদেশকে। ২০০৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। আমৃত্যু যে তিনি বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল কামনা করে গেছেন, সেটি পরে শোনা যায় তার স্ত্রী ক্যালি বারলোর কাছ থেকে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার খুব কাছ থেকে দেখেছেন বারলোকে। তার অধীনে নিজেকে তৈরি করেছেন টেস্ট ক্রিকেটের জন্য। বারলোর স্মৃতি এখনও তাজা বাশারের মনে। তিনি বলেন, ‘এডি বারলোর অসুস্থ হয়ে যাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল খুব বড় ধাক্কা। বারলোর অধীনে আমরা যদি খেলতে পারতাম, তাহলে আমাদের টেস্ট খেলার প্রথম দিকের বাজে সময়টা হতো না। দল নির্বাচন থেকে শুরু করে সবকিছুতে যে অস্থিরতা ছিল, সেটা থাকতো না। আমাদের ক্রিকেট আজ আরও ভালো জায়গায় থাকতে পারতো।’
হাবিবুল বাশার বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে বারলোর অবদান অস্বীকার করা যাবে না। আজ আমাদের ক্রিকেটে যা যা দেখেন, এই যে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি, একাডেমি ইত্যাদি সবই বারলোর মস্তিষ্কপ্রসূত। তিনি এসব পরিকল্পনা বিসিবিকে দিয়ে গিয়েছিলেন। সেভাবেই ক্রিকেট এগিয়ে যাচ্ছে। তিনি আরও কিছু দিন থাকলে আমাদের ক্রিকেট আরও ভালোভাবে দাঁড়িয়ে যেতো। এটা মন থেকে অনুভব করি। অনেক কিছুই করার ছিল বারলোর। তবে যা দিয়ে গেছেন সেটাও কম নয়।’
ক্যারিয়ারে ১৯৬১ থেকে ১৯৭০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৩০টি টেস্ট খেলেন এডি বার্লো। ব্যাট হাতে ৪৫.৭৪ গড়ে ২৫১৬ রান করা এই ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতির কারণেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status