কলকাতা কথকতা

কলকাতা  কথকতা 

দুটি খুন এবং একটি আত্মহনন,  কলকাতার চার্টার্ড একাউন্ট্যান্ট  দম্পতির করুণ পরিণতি 

 বিশেষ সংবাদদাতা,কলকাতা   

২৩ জুন ২০২০, মঙ্গলবার, ১১:৪৮ পূর্বাহ্ন

চার্টার্ড একাউন্ট্যান্ট দম্পতির একজন,  শিল্পা আগারওয়াল খুন হলেন বেঙ্গালুরুর  হোয়াইটফিল্ডে ৷ কলকাতা থেকে ফ্লাইটে  উড়ে গিয়ে তাঁকে খুন করলেন চার্টার্ড একাউন্ট্যান্ট স্বামী অমিত আগারওয়াল ৷   খুন করে কলকাতায় ফিরে নিজে আত্মঘাতী হওয়ার আগে অমিত গুলিতে ঝাঁঝরা করলেন শাশুড়ি ললিতা ঢনঢনিয়াকে৷   এ যেন হিন্দি ছবির চিত্রনাট্য ৷   কিন্তু এই চিত্রনাট্যের বাস্তব অভিনয় হয়েছে শনি থেকে সোমবারের মধ্যে বেঙ্গালুরু এবং কলকাতায় ৷  অমিত এবং শিল্পা দুজনেই পেশাদার চার্টার্ড একাউন্ট্যান্ট৷  ডিভোর্স এর মামলা চলছে দুজনের ৷   দুজনের দশ বছরের সন্তান থাকে অমিতের কাছে ৷   ডিভোর্স এর খোরপোষ সংক্রান্ত কিছু বিবাদ চলছিল ৷ অমিত গত শনিবার বেঙ্গালুরু উড়ে গিয়ে হোয়াইটফিল্ড এর মহেন্দ্রপুর এর ফ্ল্যাট এ খুন করে শিল্পা কে ৷  শিল্পার দেহ উদ্ধার করে পুলিশ ৷   কলকাতায় ফিরে এসে সোমবার অমিত যায় রামকৃষ্ণ সমাধি লেনে রামেশ্বরম এপার্টমেন্ট এ শশুরবাড়িতে ৷   সেখানে তর্কাতর্কির পর শাশুড়ি ললিতাকে রিভলভর এর গুলিতে ঝাঁঝরা করে অমিত ৷  শশুর সুভাষ  কোনোরকমে বাইরে থেকে দরজার বোল্ট  আটকে পাশের বাড়িতে আশ্রয় নেন ৷   পুলিশ এ খবর দেওয়া হয় ৷  পুলিশ এসে ললিতা এবং অমিতের নিস্পন্দ দেহ উদ্ধার করে ৷  শাশুড়িকে মারার পর নিজের রিভলভর এর গুলিতে নিজেকে শেষ করে অমিত ৷  এ এক অদ্ভুত ট্রাজেডি,  মানছে পুলিশও ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status