কলকাতা কথকতা

কলকাতা কথকতা

করোনা হাসপাতালে জীবনের জয়গান, নববধূ বরণ করে নিল স্বামীকে

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৩ জুন ২০২০, মঙ্গলবার, ৯:৪২ পূর্বাহ্ন

এ এক অভাবনীয় দৃশ্য ৷ চিকিৎসক, সেবিকা, হাসপাতাল কর্মীরা হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন ৷ তার মধ্যেই সালংকরা, কপালে সিঁদুর লেপা, টকটকে লাল বেনারসী পরা নববধূ বরণ করে নিল করোনা আক্রান্ত, সদ্য সুস্থ হওয়া নতুন স্বামীকে ৷ নববধূর বেনারসীর সঙ্গে মুখে মাস্ক, হাতে গ্লাভস ৷ রোগপান্ডুর নতুন বরের মুখেও মাস্ক, হাত ঢাকা হলুদ রঙের গ্লাভসে ৷ কোন সিনেমার দৃশ্য নয়, সিরিয়ালেরও নয় ৷ বাস্তবিকই ঘটনাটি ঘটেছে কোভিড হাসপাতালে রূপান্তরিত হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে ৷ হাওড়া সিভিল পুলিশের কর্মী সুপ্রিয় বন্দোপাধ্যায় এর সঙ্গে পরিচয় হয় হাওড়ার বাসিন্দা ঝুমা ঘোষ এর ৷ দুই পরিবারের আপত্তি সত্ত্বেও দুজনে চার হাত এক করার সিদ্ধান্ত নেন ৷ বন্ধুবান্ধবের উপস্থিতিতে যখন বিয়ের অনুষ্ঠান প্রায় সম্পন্ন তখন আসরে ঢুকলেন স্থানীয় থানার ওসি ৷
কদিন আগে হওয়া সুপ্রিয়র করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ নিয়মের নিগড় বড় বালাই ৷ বিয়ের আসর থেকেই সুপ্রিয়কে তুলে নিয়ে গিয়ে তারা ভর্তি করে দিলেন সঞ্জীবনী হাসপাতালে ৷ হলোনা ফুলশয্যা অথবা অন্য অনুষ্ঠান ৷ দশদিন পরে চিকিৎসায় সুস্থ হলেন সুপ্রিয় ৷ তার পরপর দুটি রিপোর্ট পজিটিভ এলো ৷ এরপর হাসপাতালে কর্মী আর চিকিৎসকরা সঞ্জীবনী হাসপাতালেই ছোট একটি অনুষ্ঠান করে নবদম্পতিকে মিলিয়ে দিলেন ৷ সামাজিক দূরত্ব মেনেই হল সংক্ষিপ্ত অনুষ্ঠান ৷ হাসপাতাল কর্মীদের চাঁদাতেই সুপ্রিয়র জন্যে কেনা হয়েছিল গরদের পাঞ্জাবি - ধুতি ৷ বাদ যায়নি টোপরও ৷ হাসপাতাল বলেই অবশ্য শঙ্খ বাজেনি, পড়েনি উলুধনিও ৷ তাতে কি? মুখে মাস্ক, হাতে গ্লাভস, পরনে বেনারসী, ধুতি পাঞ্জাবি - এ যেন মৃত্যুর শীতলতার মধ্যেও জীবনের জয়গান ৷ দুর্দম করোনা সেদিন হার মেনেছিল জীবনের স্পন্দনের কাছে ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status