কলকাতা কথকতা

কলকাতা  কথকতা

দক্ষিণ কলকাতার বাঙালি মেরিন ইঞ্জিনিয়ার নিখোঁজ চীনের মাঝদরিয়া থেকে

জয়ন্ত চক্রবর্তী,  কলকাতা 

২১ জুন ২০২০, রবিবার, ১০:০৫ পূর্বাহ্ন

ফাইল ফটো

করোনা ভাইরাসের এই প্রবল দাপটে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাড়িটিতে এখন চলেছে অরন্ধনের পালা ৷  না,  এই বাড়িতে কেউ করোনা আক্রান্ত হয়নি ৷   ছিমছাম এই বাড়ির বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার সম্বিত মজুমদার রহস্যজনক ভাবে মাঝদরিয়া থেকে নিখোঁজ হয়ে গেছেন আঠার জুন থেকে ৷   তাঁর কোন খোঁজ মিলছে না ৷   দক্ষিণ চীনের মাঝসমুদ্রে  ভাসছিলো  তাঁর জাহাজ এম টি সেরেঙ্গেটি ৷   নাইজেরিয়ার একটি তেলের খনি থেকে তেল নিয়ে পণ্যবাহী জাহাজটি যাচ্ছিলো দক্ষিণ কোরিয়ার দায়সুন্  বন্দরের দিকে ৷  তেরো জুন বাঁশদ্রোণীর বাড়িতে স্ত্রী জয়িতার সঙ্গে সম্বিতের টেলিফোনে কথা হয় ৷  স্ত্রীকে সম্বিত জানান,  তেইশ জুন জাহাজ দক্ষিণ কোরিয়া পৌঁছালে তিনি দেশে ফিরবেন ৷   লকডাউনের খোঁজও নেন তিনি ৷   কিন্তু আঠারো জুন জাহাজ কর্তৃপক্ষ জয়তীকে ফোন করে জানান,  সম্বিতকে পাওয়া যাচ্ছেনা ৷ নিখোঁজ হয়ে গেছেন তিনি ৷   তাঁর মোবাইল ফোনটি পাওয়া গেছে তাঁর কেবিন এর টেবিল এর ওপর৷  এটি জানার পর জয়তী ই মেইল করেন পণ্যবাহী জাহাজের নাবিকদের ঠিকুজি কুলজি রাখা সংস্থা ইন্টারন্যাশনাল বারগেনিং  ফোরামকে ৷   কোন সদুত্তর পাননি ৷  ফিলিপাইন এবং হংকং মেরিনার্স দরিয়ায় খোঁজ চালিয়েও সম্বিতের হদিশ পায়নি ৷  বাঙালি সেকেন্ড ইঞ্জিনিয়ার এর নিখোঁজ হাওয়ার পিছনে তাহলে কি কোনও চক্রান্ত আছে? যে প্রশ্নগুলি উঠে আসছে তা হলো  (এক )  সম্বিত মজুমদার যখন তেরো তারিখে স্ত্রী জয়িতার সঙ্গে কথা বলেন তখন তাঁর কণ্ঠস্বরে কোন উদ্বেগ বা উৎকণ্ঠা ছিলনা ৷ ( দুই )  গোটা জাহাজটি ক্লোজ সার্কিট ক্যামেরায় মোড়া ৷   ফুটেজ পরীক্ষা করা হয়েছে কি?   ( তিন ) সম্বিত কখনো মোবাইল ফোন কাছছাড়া করতেন না ৷   তাহলে মোবাইল ফোনটি টেবিল এর ওপর রাখা রইলো কি ভাবে?  ( চার )  সম্বিত এর কোন সহকর্মী জানলেন না তাঁর গতিবিধি?                                 প্রশ্ন অনেক ৷  উত্তর দেবে কে ৷ সম্বিত এর স্ত্রী জয়িতা আর কিশোর পুত্র এখন এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার অপেক্ষায় ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status