কলকাতা কথকতা

কলকাতা কথকতা

ভারতে একদিনে করোনা আক্রান্ত ১৪ হাজারের বেশি, পশ্চিমবঙ্গে ৪৩৫

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৯ জুন ২০২০, শুক্রবার, ১০:০২ পূর্বাহ্ন

করোনা নিয়ন্ত্রণে  সামান্য হলেও কিছুটা তারিফ দাবি করতে পারেন পশ্চিমবঙ্গের মমতা বন্দোপাধ্যায় সরকার।  জনঘনত্বে বিশ্বের যে কোনও  দেশকে টেক্কা দিতে পারে যে শহর সেই কলকাতা দেশের করোনা আক্রান্ত ন’টি  বড় শহরের তালিকায় থাকলেও সারা দেশের নিরিখে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে কম।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেয়া হিসেব অনুযায়ী বৃহস্পতিবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা চৌদ্দ হাজার ছাড়িয়ে গেছে চব্বিশ ঘন্টায়।  পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টায় আক্রান্ত  চারশো পঁয়ত্রিশ জন।  গত চব্বিশ ঘন্টায় সব থেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে।  সংখ্যাটি তিনহাজার সাতশ বাহান্ন।  তারপরই  আছে দিল্লি দু’হাজার আটশো সাতাত্তর স্কোর নিয়ে।  তৃতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ।  এদিন আরও দুটি ঘটনা ঘটেছে।  সুপ্রিম কোর্ট এর ডিভিশন বেঞ্চের নির্দেশে পুরীর রথযাত্রা বাতিল হয়েছে।  দুশো চুরাশি বছর পরে পুরীর রথের রশিতে এবার টান পড়বে  না।  আর বৃহস্পতিবারই  করোনা আরোগ্যের সংখ্যা দেশে দু’লাখ ছাড়ালো।  ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ একাশি হাজার।  এর মধ্যে মারা গেছেন বারোহাজার ছ শো দু’জন।  বৃহস্পতিবার মৃতের সংখ্যা তিনশো তেতাল্লিশ।  পশ্চিমবঙ্গে মারা গেছেন বারোজন।  দেশের মোট ন’টি শহরকে করোনা অধ্যুষিত বলে ঘোষণা করা হয়েছে।  শহরগুলো হলো,  আহমেদাবাদ,  কলকাতা,  বেঙ্গালুরু,  মুম্বাই,  পুনে,  দিল্লি,  সুরাত,  চেন্নাই ও  হায়দরাবাদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status