দেশ বিদেশ

ইয়েমেনে আরব জোটের বিমান হামলা ৪ শিশুসহ নিহত ১৩

মানবজমিন ডেস্ক

১৮ জুন ২০২০, বৃহস্পতিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি। গত মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়। এ সময় একাধিক জঙ্গিবিমান থেকে সানার কুহে আল নাহদিন ও কুহে আতানসহ বেশ কয়েকটি স্থানে বোমা বর্ষিত হয়। এতে হতাহতের পাশাপাশি ধ্বংস হয় ব্যাপক অবকাঠামো। এদিনই ইয়েমেনের উত্তরাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করেও বিমান হামলা চালিয়েছে জোটটি। সেখানে মারা গেছেন ১৩ জন। এ খবর দিয়েছে করাচিভিত্তিক ডন। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছে ৪টি শিশুও। হামলার স্থান সাদা প্রদেশ সৌদি আরব থেকে কাছেই। এই প্রদেশের সঙ্গে সৌদি আরবের বড় সীমান্ত রয়েছে। গত সোমবার আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গেইত ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। এর একদিন পরই আবারো সেখানে বিমান হামলা চালালো সৌদি জোট। আবুল গেইতের দাবি, রাষ্ট্রগুলো যদি ইয়েমেন বিষয় এখনই সঠিক পদক্ষেপ না নেয় তাহলে দেশটি দ্রুতই ধ্বংস হয়ে যাবে।
করোনাভাইরাস সংকট শুরু হওয়ার পর ইয়েমেনে আবারো হামলা বাড়িয়েছে আরব জোট। তবে গত মঙ্গলবার হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি তারা। ২০১৫ সাল থেকে চলছে ইয়েমেন যুদ্ধ। এতে একপাশে রয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। অপর পাশে রয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর সামরিক জোট। এখন পর্যন্ত যুদ্ধে দেশটিতে প্রাণ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। ঘরছাড়া হয়েছেন প্রায় ৩০ লাখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status