কলকাতা কথকতা

কলকাতা কথকতা

বাংলায় শেষ ১৩ দিনে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৩ জুন ২০২০, শনিবার, ১০:২৮ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল ৭৩ দিন। আর আরও পাঁচ হাজারে পৌঁছাতে সময় লাগলো ১৩ দিন। শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়ালো। রাজ্যে এখন মোট করোনা রোগী দশহাজার চুয়াল্লিশ জন। গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৪৭৬ জন। মৃত্যু ন’জনের। রাজ্যে মোট মৃত ৪৫৭ জন। কিন্তু পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে যে মৃতদের মধ্যে কো- মরবিডিটি ছিল ৩০৬ জনের। ১৮ই মার্চ রাজ্যে প্রথম করোনা কেস ধরা পরে। রাজ্য সরকারের এক মহিলা স্বাস্থ্য আধিকারিকের পুত্র করোনা নিয়ে লন্ডন থেকে ফেরে। এরপর করোনা আক্রান্তের সংখ্যা দু’হাজারে পৌঁছাতে সময় লাগে ৫৯ দিন। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু তিন লক্ষ ছাড়িয়ে গেল শুক্রবার। ভারতে করোনা কবলিত এখন মোট তিন লক্ষ ন হাজার তিনশো ষাট জন। শুক্রবার মারা গেছেন ৩৮৯ জন। মোট মৃতের সংখ্যা আটহাজার আটশো ছিয়াশি। তবে, এক লক্ষ তিপান্ন হাজার ন’ শো ছিয়ানব্বই জন ভয়াল করোনা মুক্ত হয়েছেন। লকডাউন থেকে আনলক - ওয়ান এর পর্বে করোনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ১৬ ও ১৭ জুন। লকডাউন জারি করার পর থেকে মুখ্যমন্ত্রী দের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি হবে ষষ্ঠ বৈঠক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status