বাংলারজমিন

মৃত্যুতে আবারো শীর্ষে চট্টগ্রাম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৬ জুন ২০২০, শনিবার, ৭:৫৩ পূর্বাহ্ন

একদিনের মৃত্যুতে শুক্রবার আবারও শীর্ষে উঠে এলো চট্টগ্রাম। সারাদেশে ৩০ জনের মধ্যে চট্টগ্রামে এদিন মৃতের সংখ্যা ১২ জন। আর ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ ১১ জন। তিন জনের মৃত্যু নিয়ে সিলেট তৃতীয়। এর আগে গত মঙ্গলবার ১৫ জনের মৃত্যু নিয়ে চট্টগ্রাম বিভাগ ঢাকাকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার এ তথ্য বিবরণীর পর চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। এ নিয়ে চরম উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে চট্টগ্রামে শুক্রবারের মৃতের সংখ্যার কোন হিসেব নেই। এ হিসেব বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত। এদিন চট্টগ্রামে চিকিৎসক ও কাস্টমস কর্মকর্তাসহ ১২ জনের মৃত্যু ঘটে। এরমধ্যে চট্টগ্রাম জেলায় ৭ জন ও অন্য জেলায় ৫ জন রয়েছে। এছাড়া বৃহসপতিবার রাত পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ায় ৩৬৬৯ জনে। এদের মধ্যে সবমিলিয়ে মারা গেছেন ৮৯ জন। সুস্থ হয়েছেন বাড়ি ফিরেছেন ২৪৮ জন। মৃত্যুতে শীর্ষে উঠার কারণ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, আক্রান্তের তুলনায় চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে শয্যা নেই। অক্সিজেন সংকট প্রকট। বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চিকিৎসা তেমন হচ্ছে না। ফলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না আক্রান্তরা। এতে মারা যাচ্ছে মানুষ। এ নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। তবে চেষ্টা চলছে এ পরিস্থিতি কাটিয়ে উঠতে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status