অনলাইন

প্রায় আড়াই‌শো গণমাধ্যম কর্মী ক‌রোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার

৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ১১:৪৪ পূর্বাহ্ন

চলমান বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন দেশের ৮০টি গণমাধ্যম প্রতিষ্ঠানের ২৪৫ জন কর্মী। এরমধ্যে এখন পর্যন্ত ৭৩ জন সুস্থ হয়েছেন এবং প্রাণ বিসর্জন দিয়েছেন তিনজন। অন্যদিকে, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ৩ জনের।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি।  

 সংগঠনটির নির্বাহী সদস্য শাহনাজ শারমীন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, আক্রান্ত গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্প্রচার গণমাধ্যম প্রতিষ্ঠানের সংখ্যা ২৬টি, টেলিভিশন স্টেশন ২২টি ও ৪টি রেডিও স্টেশন রয়েছে। যেগুলোতে এখন পর্যন্ত ২৪৫ জন কর্মী করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। যার মধ্যে তিন জনের মৃত্যু হলেও ইতোমধ্যেই ৭৩ জন জন সুস্থ হয়ে উঠেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status