অনলাইন

বগুড়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

বগুড়ায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সারিয়াকান্দি, ধুনট, শাজাহানপুর এবং কাহালু উপজেলায় বজ্রপাতে এই চারজনের মৃত্যু হয়। তাদের কেউ মাঠে গরু আনতে গিয়েছিল, কেউ রোদে শুকাতে দেওয়া ধান উঠাতে গিয়েছিল।
নিহতরা হলেন, সারিয়াকান্দি কাজলা ইউনিয়নের চরকুড়িপাড়া গ্রামের বুলু মন্ডলের ছেলে কৃষক লেবু মন্ডল, কাহালু উপজেলার এরুইল গ্রামের কছিম উদ্দিনের ছেলে কৃষক মোখলেছার, শাজাহানপুর উপজেলার হরিণগাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে কৃষক নূর ইসলাম এবং ধুনটের গোপালনগর গ্রামের দেরাজ আলী সরকারের ছেলে কৃষক আব্দুস ছালাম সরকার।
কাহালুর মালঞ্চা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এরুইল বাজারের পাশে স্থানীয় কয়েকজন কৃষক ধান শুকাচ্ছিলেন। সেসময় হঠাৎই বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মোকলেছার ছাড়াও একই গ্রামের হাসান আলী (৩৫) ও রায়হান (২৮) আহত হন। তাঁদের তিনজনকেই বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোকলেছারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় হাসান আলীকে  হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া প্রাথমিক চিকিৎসার পর রায়হানকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।
ধুনটে বজ্রপাতে নিহত আব্দুস ছালাম বৃহস্পতিবার সকালের দিকে বাড়ির অদূরে মাঠের গোচারণ ভূমিতে গরু চরাতে যান। বিকেলের দিক বজ্রবৃষ্টি শুরু হলে তিনি গরুর বাথান নিয়ে বাড়ির দিকে রওনা হন। এসময় দেউড়িয়া সেতুর উপর পৌছলে বজ্রপাতে কৃষক আব্দুস ছালাম সরকার ঘটনাস্থলের মারা যান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া সারিয়াকান্দি এবং শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের নিজ নিজ এলাকায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status